ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে’

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে কনটেইনার হ্যান্ডেলিং ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে বিনিয়োগকারীদের সমস্যা সমাধানে কাজ শুরু করেছে, যার মধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস এবং প্রত্যাবাসন আইন অন্তর্ভুক্ত রয়েছে।
মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে এবং তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ আসবে। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করছে, যেখানে বিশ্বখ্যাত বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মারস্ক সহ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করেছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, "অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে এটি শুরু হয়েছিল। তারপর থেকে যেকোনো সম্মেলনে আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ বাড়ছে।"
তিনি জানিয়ে দেন, জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত একটি সম্মেলনে তিনি ৪৭টি পৃথক ইভেন্টে অংশগ্রহণ করেছেন এবং বিশ্বের বিভিন্ন সরকারপ্রধান, মন্ত্রী, জাতিসংঘের মহাসচিবসহ অনেকের সঙ্গে বৈঠক করেছেন। তারা বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন, যেখানে পূর্ববর্তী সরকারের সময়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে সেখানে ভিসার দরজা উন্মুক্ত হবে।
প্রধান উপদেষ্টা বলেন, "আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে একটি শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছি এবং তারা এই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে। শিল্পাঞ্চলে প্রথমে হালাল গোশত প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন করা হবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন করা হবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনাতেও আগ্রহী।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস