ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
মাদক সেবনে বাধা দেওয়ায় চিকিৎসক খুন
ডুয়া ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান কানুরাম বাজারে নুরুল হক (৫২) নামে এক পল্লী চিকিৎসককে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কলাউজান কানুরাম বাজারের আলম মার্কেটে।
নিহত নুরুল হক ছিলেন উপজেলার কলাউজান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বলিপাড়ার আজিজুর রহমানের ছেলে। হত্যাকারী সজিব বড়ুয়ার বাড়ি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়া পাড়ায়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ফরমান উল্লাহ বলেন, ইফতারের ৫ মিনিট পূর্বে এ ঘটনা ঘটে। নেশাগ্রস্থ অবস্থায় সজীব বড়ুয়া তর্কাতর্কির একপর্যায়ে নূরুল হকের মুখে কাঁচি দিয়ে আঘাত করে। স্থানীয় ব্যবসায়ীরা নূরুল হককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে পার্শ্ববর্তী জয়নগর বড়ুয়া পাড়ার খোকা বড়ুয়ার ছেলে সজীব বড়ুয়া নেশাগ্রস্থ অবস্থায় নুরুল হকের ফার্মেসির সামনে বসে বকাবকি করে। এতে নুরুল হক বাঁধা দেয়। ক্ষিপ্ত হয়ে সজীব বড়ুয়া পল্লী চিকিৎসক নুরুল হকের গায়ে লাঠি দিয়ে আঘাত করে। পর মুহুর্তে সজীব বড়ুয়া পার্শ্ববর্তী টেইলার্সের দোকান থেকে কাঁচি এনে তার মুখে আঘাত করে।
রক্তাক্ত হয়ে নূরুল হক মাটিতে পড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানসহ পুলিশ টিম ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজন ধাওয়া করে সজীব বড়ুয়াকে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী মোতায়েন আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি