ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
পহেলা বৈশাখে যা করা যাবে, যা করা যাবে না

ডুয়া নিউজ: আগামী ১৪ এপ্রিল উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩২ এর প্রথম দিন পহেলা বৈশাখ। এদিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা দিয়ে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে।
-
বর্ষবরণ উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে।
- ওইদিন বিকাল ৫টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করা যাবে, এরপর শুধুমাত্র ক্যাম্পাস থেকে বের হওয়া যাবে।
- পহেলা বৈশাখের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশ পরা এবং ব্যাগ বহন নিষিদ্ধ। তবে চারুকলা অনুষদের প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।
- ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, নববর্ষের শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। এ বছর ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
নববর্ষের শোভাযাত্রাটি সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শিশুপার্কের সামনে ঘুরে শাহবাগ হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হবে।
জনসাধারণের জন্য অতিরিক্ত নির্দেশনা অনুযায়ী:
- পহেলা বৈশাখের আগের দিন ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।
- পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালাতে নিষেধাজ্ঞা রয়েছে এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
- ক্যাম্পাসে বসবাসরত ব্যক্তিরা নিজস্ব গাড়ি ব্যবহার করতে পারবেন শুধু নীলক্ষেত মোড় ও পলাশী মোড়সংলগ্ন গেট দিয়ে।
এছাড়া, পহেলা বৈশাখের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এবং অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প থাকবে। হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্রের কাছে, দোয়েল চত্বর ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান