ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
মেট্রোর আদলে ২৬ মার্চ চালু হচ্ছে কমিউটার ট্রেন

ডুয়া নিউজ: বাংলাদেশ রেলওয়ে স্বল্প দূরত্বের কমিউটার সার্ভিসের জন্য অধিক যাত্রী পরিবহনের লক্ষ্য নিয়ে পুরাতন কোচ মেরামত ও সংস্কারের মাধ্যমে মেট্রোরেলের আদলে ২০টি নতুন কোচ তৈরি করেছে। এসব কোচের মাধ্যমে দুটি ট্রেন গঠন করা হয়েছে, যা স্ট্যান্ডিং (দাঁড়িয়ে থাকা) যাত্রী পরিবহন করবে।
চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ে কারখানায় প্রস্তুত করা এই ট্রেন দুটি আগামী ২৬ মার্চ উদ্বোধন করা হবে। প্রতিটি ট্রেনে প্রায় ১১০ থেকে ১২০ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
নতুন ট্রেনগুলোর একটি 'নারায়ণগঞ্জ কমিউটার' নামে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এবং অন্যটি 'নরসিংদী কমিউটার' নামে ঢাকা-ভৈরব রুটে পরিচালিত হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত বছর থেকে স্বল্প দূরত্বের রুটের জন্য মেট্রোস্টাইল কোচ তৈরির কাজ শুরু হয়।
এর আগে রমজানের ঈদের আগেই রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে মিটারগেজের দুটি এবং পশ্চিমাঞ্চলের সৈয়দপুর ওয়ার্কশপে ব্রডগেজের দুটি পুরাতন কোচ মেরামত করে মেট্রোরেলের আদলে রূপান্তর করা হয়।
চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, পুরাতন কোচগুলোকে মেরামত করে মেট্রোরেলের আদলে রূপান্তর করা হয়েছে। আসনগুলো সরিয়ে নতুন আসন বসানো হয়েছে। কোচের ফ্লোরে ম্যাট, প্রয়োজনীয় লাইট ও ফ্যান সংযুক্ত করা হয়েছে এবং দাঁড়িয়ে যাত্রার সুবিধার জন্য স্ট্যান্ড ও পিলার স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি কোচের সংস্কার ও রূপান্তরের জন্য ব্যয় হয়েছে ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত। অধিক সংখ্যক যাত্রী সংবিধানের জন্য কোচগুলো প্রস্তুত করা হয়েছে। তবে বর্তমানে নতুন কোচ তৈরির জন্য কোনো নির্দেশনা নেই।
রেলওয়ের পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলেছেন, কমিউটার ট্রেনে যুক্ত করা হবে কোচগুলো। প্রতিটি কোচে ৬০ জনের মতো বসতে পারবেন, এবং আরও ৫০-৬০ জন দাঁড়িয়ে চলাচল করতে পারবেন।
এর আগে রেলওয়ের পশ্চিমাঞ্চলের 'টুঙ্গিপাড়া এক্সপ্রেস' ও 'ঢালারচর এক্সপ্রেস' এবং পূর্বাঞ্চলে জামালপুরগামী দুটি ট্রেনে একটি করে মেট্রোস্টাইল কোচ যুক্ত করা হয়েছে। সৈয়দপুর ওয়ার্কশপে আরও পাঁচটি কোচ তৈরি করা হয়েছে, যা গত ডিসেম্বরে চালু হওয়া জয়দেবপুর কমিউটার ট্রেনে সংযুক্ত করা হয়েছে।
এবার চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় তৈরি করা ২০টি নতুন কোচ নারায়ণগঞ্জ ও ভৈরবগামী কমিউটার ট্রেনে সংযুক্ত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার