ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
দিল্লি ছাড়ার পর নতুন ঠিকানায় শেখ হাসিনা!

ডুয়া নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের মুখে ৫ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই তার অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়। তবে এবার তার অবস্থান সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, শেখ হাসিনা আর দিল্লিতে নেই। তিনি বর্তমানে কলকাতার নিউটাউনে অবস্থান করছেন।
২২ মার্চ মধ্যরাতে পিনাকি ভট্টাচার্য জানান, হাসিনা দিল্লি থেকে কলকাতায় চলে এসেছেন এবং তিনি আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে দেখা করছেন। তবে কলকাতাতে তিনি স্থায়ীভাবে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পিনাকি জানান, হাসিনাকে সল্ট লেক এবং নিউটাউনে দুই এলাকাতেই দেখা গেছে। তবে সম্ভবত তার অস্থায়ী ঘাটি নিউটাউনে।
পিনাকির এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর আগে জানা গিয়েছিল, হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেয়া হয়েছে। কারণ ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং তারা তাকে অন্য কোনো দেশে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। এর আগে ব্রিটেন তাকে রাজনৈতিক আশ্রয় দিতে নাকচ করে দিয়েছিল।
গত বছরের ২৪ অক্টোবর এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করছিলেন। সেখানে ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত একটি বাড়িতে তাকে রাখা হয়েছিল।
তবে, এ প্রতিবেদনের পরে দীর্ঘ চার মাস ধরে হাসিনার অবস্থান সম্পর্কে আর কোনো খবর পাওয়া যায়নি। সম্প্রতি শেখ হাসিনার কলকাতার নিউটাউনে অবস্থানের তথ্যটি আর গুঞ্জন হিসেবে অগ্রাহ্য করা যাচ্ছে না।
এর আগে, নিউটাউন অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেখা গেছে। গত বছরের অক্টোবরে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খানসহ আওয়ামী লীগের নেতারা নিউটাউনের ইকোপার্কে ঘোরাফেরা করছেন।
এছাড়াও, একটি সূত্র জানিয়েছে যে শেখ হাসিনার আত্মীয় মাদারীপুরের সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটনসহ আরো অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও কলকাতায় অবস্থান করছেন। তাহলে কি তিনি এবার নিজের আত্মীয়দের কাছে পাড়ি জমালেন? সোশ্যাল মিডিয়ায় এমনই প্রশ্ন তুলছেন নেটিজনেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস