ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

কোরিয়ায় ভয়াবহ দাবানল; নিহত ৪

২০২৫ মার্চ ২২ ২২:৪০:৫৮

কোরিয়ায় ভয়াবহ দাবানল; নিহত ৪

ডুয়া ডেস্ক: এবার ভয়াবহ দাবানল শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে অন্তত তিনজন দমকল কর্মী ও একজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এক ডজনেরও বেশি দাবানলের জেরে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

আজ শনিবার (২২ মার্চ) দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, 'দক্ষিণপূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল থেকে অন্তত ১৫টি গ্রামের ২ শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।'

দেশটির দমকল বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, "দাবানলে চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন দমকল কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা।"

দক্ষিণ কোরিয়ার বন সংস্থার তথ্য অনুযায়ী, শনিবারে ১৬টি স্থানে দাবানলের ঘটনা ঘটেছে। এছাড়া আরও কিছু অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে উলসান এবং উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দক্ষিণ কোরিয়ার বন সংস্থা উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশ, বুসান এবং ডায়েজিয়নসহ ১২টি স্থানে দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

রাজধানী সিউল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, দক্ষিণ গিয়ংসাং প্রদেশের সানচেওং এলাকায় দাবানলের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট সব সংস্থাকে আগুন নেভানোর জন্য সব ধরনের সরঞ্জাম এবং কর্মীদের দ্রুত মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, দেশটিতে ছড়িয়ে পড়া এই দাবানলের সাথে জলবায়ুর চরম পরিবর্তন, তীব্র দাবদাহ এবং ভারী বৃষ্টিপাতের মতো বৈরী আবহাওয়ার সম্পর্ক রয়েছে।

সূত্র: এএফপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ডাকসুর শীর্ষ তিন পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়

ডাকসুর শীর্ষ তিন পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।... বিস্তারিত