ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
সৈয়দ মঞ্জুর এলাহীর মতো ব্যবসায়ী উপমহাদেশে বিরল: রেহমান সোবহান

ডুয়া নিউজ: প্রয়াত ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী সৎ, নৈতিক এবং নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন, যিনি ব্যবসা এবং শিক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
শুক্রবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে তাঁর স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, মঞ্জুর এলাহী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সততা ও নিষ্ঠার এক অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছিলেন, যা এই উপমহাদেশে বিরল। তিনি মন্তব্য করেন, সফলতার পর সাধারণত মানুষের মধ্যে ঔদ্ধত্য দেখা যায়, কিন্তু মঞ্জুর এলাহী কখনোই তা প্রকাশ করেননি।
রেহমান সোবহান আরও উল্লেখ করেন, মঞ্জুর এলাহী ১৯৬২ সালে ঢাকায় আসেন এবং ব্যবসায়ী হিসেবে তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন, তা প্রমাণ করেছে তাঁর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল। মঞ্জুর এলাহী বহুজাতিক কোম্পানিতে চাকরি ছেড়ে দিয়ে স্বাধীন বাংলাদেশে ব্যবসা শুরু করেছিলেন, যেখানে তিনি চামড়া খাতে বিশেষ সফলতা অর্জন করেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন জানান, মঞ্জুর এলাহী সবসময় সাহস, সততা এবং নিষ্ঠা নিয়ে কাজ করেছেন। তিনি দেশের শিক্ষাক্ষেত্রেও অবদান রেখেছেন; বিশেষ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনের ব্যক্তিদের অন্যতম ছিলেন।
মঞ্জুর এলাহী সম্পর্কে তাঁর সন্তান নাসিম মঞ্জুর বলেন, "বাবা বলতেন, শ্রদ্ধা কখনো আদায় করা যায় না—অর্জন করতে হয়।" তিনি নারীদের, সংখ্যালঘুদের এবং সুবিধাবঞ্চিতদের প্রতি বিশেষ শ্রদ্ধা দেখাতেন।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর কর্ম ও গুণের প্রশংসা করেন।
দোয়া মাহফিলে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল ও গোপাল চন্দ্র দেবনাথ।
উল্লেখ্য, সৈয়দ মঞ্জুর এলাহী ২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে সংগঠনটির কাজের নতুন গতি দেখা দিয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস