ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
সৈয়দ মঞ্জুর এলাহীর মতো ব্যবসায়ী উপমহাদেশে বিরল: রেহমান সোবহান
ডুয়া নিউজ: প্রয়াত ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী সৎ, নৈতিক এবং নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন, যিনি ব্যবসা এবং শিক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
শুক্রবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে তাঁর স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, মঞ্জুর এলাহী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সততা ও নিষ্ঠার এক অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছিলেন, যা এই উপমহাদেশে বিরল। তিনি মন্তব্য করেন, সফলতার পর সাধারণত মানুষের মধ্যে ঔদ্ধত্য দেখা যায়, কিন্তু মঞ্জুর এলাহী কখনোই তা প্রকাশ করেননি।
রেহমান সোবহান আরও উল্লেখ করেন, মঞ্জুর এলাহী ১৯৬২ সালে ঢাকায় আসেন এবং ব্যবসায়ী হিসেবে তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন, তা প্রমাণ করেছে তাঁর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল। মঞ্জুর এলাহী বহুজাতিক কোম্পানিতে চাকরি ছেড়ে দিয়ে স্বাধীন বাংলাদেশে ব্যবসা শুরু করেছিলেন, যেখানে তিনি চামড়া খাতে বিশেষ সফলতা অর্জন করেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন জানান, মঞ্জুর এলাহী সবসময় সাহস, সততা এবং নিষ্ঠা নিয়ে কাজ করেছেন। তিনি দেশের শিক্ষাক্ষেত্রেও অবদান রেখেছেন; বিশেষ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনের ব্যক্তিদের অন্যতম ছিলেন।
মঞ্জুর এলাহী সম্পর্কে তাঁর সন্তান নাসিম মঞ্জুর বলেন, "বাবা বলতেন, শ্রদ্ধা কখনো আদায় করা যায় না—অর্জন করতে হয়।" তিনি নারীদের, সংখ্যালঘুদের এবং সুবিধাবঞ্চিতদের প্রতি বিশেষ শ্রদ্ধা দেখাতেন।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর কর্ম ও গুণের প্রশংসা করেন।
দোয়া মাহফিলে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল ও গোপাল চন্দ্র দেবনাথ।
উল্লেখ্য, সৈয়দ মঞ্জুর এলাহী ২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে সংগঠনটির কাজের নতুন গতি দেখা দিয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়