ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
২৬৭ আরোহী নিয়ে মাঝ পথ থেকে ঢাকায় ফিরে এলো লন্ডনগামী বিমানের ফ্লাইট

ডুয়া ডেস্ক: বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় মাঝপথ থেকে ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে থাকে। আজ (শুক্রবার) সকালে ৮টা ৪২ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রথমে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টা ৬ মিনিটে অবতরণ করে এবং সেখানে ১০টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফ্লাইটটি দুপুর পৌনে ২টায় শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, ওই ফ্লাইটে পাইলট ও কেবিন ক্রুসহ ২৬৭ জন আরোহী ছিলেন। ঢাকায় ফিরে আসার পর যাত্রীদের একটি হোটেলে রাখা হয়েছে।
হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার পুরোদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটি জানিয়েছে, একটি সাবস্টেশনে আগুন লাগার কারণে গুরুতর বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যা বিমানবন্দরটির বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি করেছে।
হিথ্রো বিমানবন্দর এক্স (পুর্ব টুইটার) এ এক পোস্টে জানিয়েছে, 'আমাদের যাত্রীদের এবং সহকর্মীদের নিরাপত্তার জন্য হিথ্রো রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।' পোস্টে আরও বলা হয়েছে, 'যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।'
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানবন্দর বন্ধ হওয়ার কারণে কমপক্ষে ১,৩৫১টি ফ্লাইট বিপর্যিত হতে পারে।
হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা তাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে পরিস্থিতি সামাল দিতে কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস