ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
ব্যাংককে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক
ডুয়া ডেস্ক: এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন। এতে অংশ নেবেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য দেশের নেতারা। সম্মেলনের সময় বাংলাদেশ ভারতকে একটি চিঠি পাঠিয়েছে। এতে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বার্তাসংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা গেছে, ইউনূস এবং মোদির মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না। তাদের মতে, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য ভারতের বিরুদ্ধে নিয়মিত সমালোচনা করে, যার কারণে দুই দেশের সম্পর্ক তিক্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক আয়োজন সম্ভব নয়।
একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, "সম্মেলনে বিশ্ব নেতারা একে অপরের সামনে আসবেন তখন হয়তো ড. ইউনূস ও মোদির মধ্যে কিছু কথাবার্তা হতে পারে। তবে এর বেশি কিছু প্রত্যাশা করা হচ্ছে না।" অন্য একটি সূত্র জানিয়েছে, "আনুষ্ঠানিক বৈঠক আয়োজন কঠিন মনে হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যরা ভারতের বিরুদ্ধে প্রতিদিন নতুন সমালোচনা করছেন, যা বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়ক নয়।"
২-৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিমসটেক সম্মেলন। এখানে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে। বিশেষত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলার কারণে দুই দেশের মধ্যে তিক্ততা বেড়েছে। এছাড়া শেখ হাসিনাকে গণহত্যার অভিযোগে ফেরত চাওয়ার পরেও ভারত কোনো উত্তর দেয়নি, যা সম্পর্ককে আরও জটিল করেছে।
এদিকে কিছু ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, যদি মোদির সঙ্গে বৈঠক হয় তবে ড. ইউনূস হাসিনার প্রসঙ্গসহ বিভিন্ন বিষয় উত্থাপন করতে পারেন, যা হয়তো বৈঠক না করার কারণ হতে পারে।
তথ্য : হিন্দুস্তান টাইমস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল