ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
সংস্কার কমিশনের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি
ডুয়া ডেস্ক: নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে ভিন্নমত জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় ঐকমত্য কমিশনকে একটি চিঠি পাঠিয়েছে।
সোমবার (১৭ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বরাবর এই চিঠি পাঠানো হয়। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন কমিশন মনে করে, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। ইসি সচিব জানান, সংস্কার কমিশনের ৯-১০টি সুপারিশের বিষয়ে ইসি ভিন্নমত পোষণ করেছে। বিশেষত, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি স্বতন্ত্র কমিশন গঠনের সুপারিশে নির্বাচন কমিশন কোনো প্রয়োজনীয়তা দেখছে না। ইসি মনে করে এই কাজ ভোটার সংখ্যা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় করাই যথাযথ হবে।
এছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল সার্টিফাই করার প্রস্তাবকেও ইসি অবাস্তব বলে মনে করছে। ইসি সচিব বলেন, যদি রিটার্নিং অফিসার কোনো নির্বাচনে সন্তুষ্ট না হন তবে ফলাফল ঘোষণা করবেন না। এটি গেজেটের মাধ্যমে প্রকাশিত হয়, যা ইসি নিজেই সার্টিফিকেশন হিসেবে গণ্য করে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্পর্কেও নির্বাচন কমিশনের মতামত রয়েছে। ইসি মনে করে, এনআইডি চালু হওয়ার পর থেকে তারা অভিজ্ঞতা অর্জন করেছে এবং এটি আরও শক্তিশালী করার প্রয়োজন আছে। বর্তমানে ১৮৩টি প্রতিষ্ঠান এনআইডি সেবা গ্রহণ করছে,এবং এই সেবা আরও বহুমুখী করার ওপর গুরুত্ব দিতে হবে।
নির্বাচন কমিশনের দায়বদ্ধতা ও নির্বাচন কমিশনারদের শাস্তির বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশের প্রতি ইসি ভিন্নমত পোষণ করেছে। ইসি সচিব বলেন, বর্তমান শাস্তি ব্যবস্থা যথেষ্ট এবং শর্ত ভঙ্গের অভিযোগ পাঁচ বছর বা তারও পরে আদালতে দাখিল হলে তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শেষে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হতে পারে এমন পরিস্থিতিতে কমিশন তাদের মতামত দিয়েছে এবং সেই অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল