ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

কর্মবিরতিতেও চলছে মেট্রোরেল, লাগছে না টিকিট

২০২৫ মার্চ ১৭ ১০:১২:৫৭

কর্মবিরতিতেও চলছে মেট্রোরেল, লাগছে না টিকিট

ডুয়া ডেস্ক : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে এমআরটি পুলিশের সদস্যদের দ্বারা মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

তবে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে সোমবার মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কর্মীদের অনুপস্থিতির কারণে ফাঁকা পড়ে রয়েছে টিকিট কাউন্টার, যার ফলে অনেক যাত্রী বিনা টিকিটে গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।

এর আগে, রোববার (১৬ মার্চ) রাতে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটি তুলে ধরে ছয় দফা দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে ডিএমটিসিএলের চার কর্মী এমআরটি পুলিশের সদস্যদের দ্বারা লাঞ্ছনার শিকার হন, যা প্রতিষ্ঠানটির জন্য অপমানজনক ও অগ্রহণযোগ্য।

জানা গেছে, ওইদিন বিকাল ৫টা ১৫ মিনিটে সিভিল পোশাকে থাকা দুই নারী কোনো পরিচয়পত্র বা অনুমতি ছাড়াই বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন এবং সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হওয়ার চেষ্টা করেন। নির্ধারিত ইউনিফর্ম না থাকায় ও পরিচয় নিশ্চিত না হওয়ায় দায়িত্বরত কর্মকর্তা নিয়ম অনুযায়ী তাদের সুইং গেট ব্যবহার করার কারণ জানতে চান। এরপরই এ ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়।

ট্যাগ: 156 157 158 169

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত