ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল : ডিএনসিসি প্রশাসক

ডুয়া ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, যারা ফুটপাত দখল করে ব্যবসা করবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং দোকান সিলগালা করা হবে।
শনিবার সকালে মিরপুর ৬০ ফুট রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম সামসুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএনসিসি প্রশাসক বলেন, ঈদের আগেই ৬০ ফুট রাস্তা জনগণের চলাচলের উপযোগী করা হবে। মিরপুর ৬০ ফুট রাস্তা এবং মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তাটি শহরের গুরুত্বপূর্ণ দুটি রাস্তায় অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে এই রাস্তার অবস্থা খারাপ ছিল তবে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তাটির কাজ শেষ করে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৬০ ফুট রাস্তার ৮টি পয়েন্টে রাস্তার পাশে বাড়ির মালিকরা ফুটপাত নির্মাণে বাধা দিচ্ছেন এবং অবৈধভাবে দোকান রেখে ময়লা ফেলছেন। এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সরকারি কাজে বাধা দেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাড়ির প্রকৃতি যাচাই করে দেখা হবে তারা অবৈধভাবে আবাসিক ভবন বাণিজ্যিকভাবে ব্যবহার করছে কিনা। যদি তারা প্ল্যানের বাইরে কিছু করে থাকে তবে তা ভেঙে দেওয়া হবে।
ডিএনসিসি প্রশাসক আরও জানান, ২৩ মার্চ তিনি সরেজমিনে মিরপুর ৬০ ফুট রাস্তার ৮টি পয়েন্ট পরিদর্শন করবেন এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবেন। তিনি ফুটপাত দখল করে ব্যবসা করা দোকানদারদের সতর্ক করে বলেন, ঈদের পরে অভিযান পরিচালনা করা হবে এবং যারা ফুটপাত দখল করে ব্যবসা করবেন তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
এছাড়া পহেলা বৈশাখের আগেই ডিএনসিসির এলাকায় চলমান রাস্তা কাটা ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস