ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
‘রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ’

ডুয়া ডেস্ক: বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ তার সব ধরনের সহায়তা প্রদান করবে। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গুতেরেস বলেন, খাদ্য সহায়তার পরিমাণ কমে যাওয়ায় রোহিঙ্গারা একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের জন্য সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানাবেন। তিনি আরও বলেন, রোহিঙ্গারা তাদের জন্মভূমিতে ফিরে যেতে চায়, যা তাদের মৌলিক অধিকার। তবে তারা যে তীব্র বঞ্চনার শিকার সে বিষয়টি জাতিসংঘ বিশ্বব্যাপী তুলে ধরবে।
এর আগে, জাতিসংঘ মহাসচিব ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য সহায়তা কমে যাওয়া একটি বড় অপরাধ এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাদের উপেক্ষা করেছে।
তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করেছে কিন্তু মানবিক সহায়তা কমে যাচ্ছে। জাতিসংঘ বাংলাদেশের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, বিশেষ করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য।
এদিন ১২টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন জাতিসংঘ মহাসচিব। এরপর তিনি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রওনা হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তাঁর কর্মসূচির মধ্যে ছিল রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। পরবর্তীতে, তিনি প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন।
অন্যদিকে অধ্যাপক ইউনুস কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেন। পরিদর্শন শেষে তারা সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ