ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

আছিয়ার খাটিয়া কাঁধে তুলে নিলেন হাসনাত-সারজিস

২০২৫ মার্চ ১৩ ১৯:৪৯:২৮

আছিয়ার খাটিয়া কাঁধে তুলে নিলেন হাসনাত-সারজিস

ডুয়া নিউজ : মাগুরায় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আছিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতারের আগে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতাল থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় নেওয়া হয়।

আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এদিন সন্ধ্যা ৭টায় মাগুরার নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আছিয়ার লাশের খাটিয়া কাঁধে তুলে নেন।

শিশুটির জানাজায় অংশ নিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও মাগুরায় উপস্থিত হন। আছিয়ার মৃত্যুর পরপরই হাসনাত, সারজিস এবং মামুনুল হক মাগুরার উদ্দেশ্যে রওনা দেন। র‍্যাব-পুলিশের একটি হেলিকপ্টারে বিকেল ৫টার দিকে তারা মাগুরায় পৌঁছান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত