ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নাজমুল
ডুয়া ডেস্ক: সিলেট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি নাজমুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করার ইঙ্গিত দিয়েছেন। বুধবার রাতে তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করে এই বিষয়ে জানান।
পোস্টে তিনি বলেন, "একজন রাজনৈতিক কর্মীর জন্য কারাগার দ্বিতীয় বাড়ির মতো। যারা ভবিষ্যতে দেশে রাজনীতি করতে চান তাদের প্রত্যেককেই আত্মসমর্পণ করার প্রস্তুতি নিতে হবে। আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হবে আমি কিংবা আমরা নির্দোষ নাকি অপরাধী। আমি খুব শিগগিরই এই সিদ্ধান্ত নেব। কাপুরুষের মতো পালিয়ে থাকা বেছে নেওয়ার চেয়ে কারাগারে বীরের মতো মৃত্যুবরণ করা আমার কাছে সম্মানজনক।"
নাজমুল ইসলামের এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ মনে করছেন, এখন আত্মসমর্পণ করা সঠিক সময় নয়।
হুমায়ুন এ জনি মন্তব্য করেন, “আর ভাল্লাগে না ভাই। রাজনীতির পাঠশালা কারাগারে গিয়ে নতুন করে শুরু করি।” এম সরওয়ার জাহান মামুন বলেন, “সঠিক সিদ্ধান্ত। কারণ রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।” স্বপন আহমদ লেখেন, “এটাই একজন রাজনীতিবিদের সঠিক সিদ্ধান্ত।”
অন্যদিকে এস এ সাদিক মন্তব্য করেন, “ভাই জীবনেও ধরা দিও না। ভালা বুদ্ধি দেয়ার অন্য দেশে স্থায়ী বসবাসের চিন্তা কর। আপাতত জীবিত থাকলে পরে রাজনীতি।” দিলসাদ আহমদ বলেন, “প্রকৃত রাজনৈতিক নেতার চিন্তা চেতনা এই রকমই থাকা প্রয়োজন।”
ফুয়াদ আল আমিন মন্তব্য করেন, “এই সাহস যদি করেন, ভাই বিশ্বাস করেন, বাংলাদেশের পটপরিবর্তনের আন্দোলনে নেতাকর্মীদের আলাদা একটি শক্তি সঞ্চালন করবে। আপনার সভাপতি হওয়াটা যেমন অবাক ইতিহাস, তেমন আরেকটি ইতিহাস হয়ে থাকবেন।”
কামরান আহমদ বলেন, “সাধারণ কর্মীরা কি চায় আপনাদের কাছে, সেটা আপনাদের জানতে হবে। কর্মীরা আপনাদের কাছে টাকা-পয়সা কিছুই চায়নি, ক্ষমতায় থাকাকালীনও চায়নি। এখনো সময় আছে আপনার কর্মীদের খোঁজখবর নেন, যোগাযোগ করুন। এরা রাজপথে থাকলেই আপনারা ফিরতে পারবেন। আওয়ামী লীগ খুব শিগগির রাজপথে ফিরবে। আপনারা তখন কীভাবে মুখ দেখাবেন, একটু চিন্তা করুন।”
উল্লেখ্য, ৫ আগস্টের পর নাজমুল ইসলামসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতা ভারতে চলে যান এবং বর্তমানে নাজমুল সৌদি আরবে অবস্থান করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি