ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নাজমুল
.jpg)
ডুয়া ডেস্ক: সিলেট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি নাজমুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করার ইঙ্গিত দিয়েছেন। বুধবার রাতে তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করে এই বিষয়ে জানান।
পোস্টে তিনি বলেন, "একজন রাজনৈতিক কর্মীর জন্য কারাগার দ্বিতীয় বাড়ির মতো। যারা ভবিষ্যতে দেশে রাজনীতি করতে চান তাদের প্রত্যেককেই আত্মসমর্পণ করার প্রস্তুতি নিতে হবে। আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হবে আমি কিংবা আমরা নির্দোষ নাকি অপরাধী। আমি খুব শিগগিরই এই সিদ্ধান্ত নেব। কাপুরুষের মতো পালিয়ে থাকা বেছে নেওয়ার চেয়ে কারাগারে বীরের মতো মৃত্যুবরণ করা আমার কাছে সম্মানজনক।"
নাজমুল ইসলামের এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ মনে করছেন, এখন আত্মসমর্পণ করা সঠিক সময় নয়।
হুমায়ুন এ জনি মন্তব্য করেন, “আর ভাল্লাগে না ভাই। রাজনীতির পাঠশালা কারাগারে গিয়ে নতুন করে শুরু করি।” এম সরওয়ার জাহান মামুন বলেন, “সঠিক সিদ্ধান্ত। কারণ রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।” স্বপন আহমদ লেখেন, “এটাই একজন রাজনীতিবিদের সঠিক সিদ্ধান্ত।”
অন্যদিকে এস এ সাদিক মন্তব্য করেন, “ভাই জীবনেও ধরা দিও না। ভালা বুদ্ধি দেয়ার অন্য দেশে স্থায়ী বসবাসের চিন্তা কর। আপাতত জীবিত থাকলে পরে রাজনীতি।” দিলসাদ আহমদ বলেন, “প্রকৃত রাজনৈতিক নেতার চিন্তা চেতনা এই রকমই থাকা প্রয়োজন।”
ফুয়াদ আল আমিন মন্তব্য করেন, “এই সাহস যদি করেন, ভাই বিশ্বাস করেন, বাংলাদেশের পটপরিবর্তনের আন্দোলনে নেতাকর্মীদের আলাদা একটি শক্তি সঞ্চালন করবে। আপনার সভাপতি হওয়াটা যেমন অবাক ইতিহাস, তেমন আরেকটি ইতিহাস হয়ে থাকবেন।”
কামরান আহমদ বলেন, “সাধারণ কর্মীরা কি চায় আপনাদের কাছে, সেটা আপনাদের জানতে হবে। কর্মীরা আপনাদের কাছে টাকা-পয়সা কিছুই চায়নি, ক্ষমতায় থাকাকালীনও চায়নি। এখনো সময় আছে আপনার কর্মীদের খোঁজখবর নেন, যোগাযোগ করুন। এরা রাজপথে থাকলেই আপনারা ফিরতে পারবেন। আওয়ামী লীগ খুব শিগগির রাজপথে ফিরবে। আপনারা তখন কীভাবে মুখ দেখাবেন, একটু চিন্তা করুন।”
উল্লেখ্য, ৫ আগস্টের পর নাজমুল ইসলামসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতা ভারতে চলে যান এবং বর্তমানে নাজমুল সৌদি আরবে অবস্থান করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস