ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
৫৬০ মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে : প্রেস সচিব
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। এই প্রকল্পের জন্য ১ বিলিয়ন ডলার খরচ করা হলেও সৌদি আরব থেকে কোনো ফান্ড আসেনি। প্রতি মসজিদ নির্মাণে ১৭/১৮ কোটি টাকা খরচ হয়েছে। যদি দুর্নীতি না হতো তবে ৭/৮ কোটি টাকায় নির্মিত হতে পারত।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
শফিকুল আলম আরও বলেন, পতিত স্বৈরাচার ৫৬০টি মসজিদ নির্মাণ করেছিলেন, যার খরচ ছিল ১ বিলিয়ন ডলার। স্বৈরাচারের সমর্থকরা দাবি করেছিলেন, সৌদি আরবের ফান্ডে এই প্রকল্প হয়েছে কিন্তু সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি। মসজিদ নির্মাণে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে এবং বিষয়টি কেবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এই অনিয়মের তদন্তে একটি কমিটি গঠন করেছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা কেবিনেট সচিবকে সরকারি সংস্থাগুলোতে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন, যাতে যেসব পদ শূন্য রয়েছে সেগুলো দ্রুত পূর্ণ করা যায়। কেবিনেট সচিব পরবর্তী মিটিংয়ে এটি নিয়ে আলোচনা করবেন।
শফিকুল আলম আরও বলেন, যেসব কোম্পানি বাংলাদেশের কাছে পাওনা ছিল। তাদের পর্যালোচনা করা হয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুত সেই পাওনা পরিশোধ হবে। গ্রীষ্মকালে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হয় এবং শীতকালে নেপালে বিদ্যুতের চাহিদা বেশি হয়। এ বিষয়েও আলোচনা হয়েছে, যাতে শীতে বাংলাদেশের অতিরিক্ত বিদ্যুৎ নেপালে পাঠানো যায়।
তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে বলেন, বর্ষাকালে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা বাড়ে যা মানুষের জন্য কষ্টকর। এই সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে এবং সেগুলোর অগ্রগতি সন্তোষজনক। আশা করা হচ্ছে আগামী বর্ষায় জলাবদ্ধতা কিছুটা কমবে। তবে পুরোপুরি দূর হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি