ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
৫৬০ মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে : প্রেস সচিব

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। এই প্রকল্পের জন্য ১ বিলিয়ন ডলার খরচ করা হলেও সৌদি আরব থেকে কোনো ফান্ড আসেনি। প্রতি মসজিদ নির্মাণে ১৭/১৮ কোটি টাকা খরচ হয়েছে। যদি দুর্নীতি না হতো তবে ৭/৮ কোটি টাকায় নির্মিত হতে পারত।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
শফিকুল আলম আরও বলেন, পতিত স্বৈরাচার ৫৬০টি মসজিদ নির্মাণ করেছিলেন, যার খরচ ছিল ১ বিলিয়ন ডলার। স্বৈরাচারের সমর্থকরা দাবি করেছিলেন, সৌদি আরবের ফান্ডে এই প্রকল্প হয়েছে কিন্তু সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি। মসজিদ নির্মাণে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে এবং বিষয়টি কেবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এই অনিয়মের তদন্তে একটি কমিটি গঠন করেছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা কেবিনেট সচিবকে সরকারি সংস্থাগুলোতে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন, যাতে যেসব পদ শূন্য রয়েছে সেগুলো দ্রুত পূর্ণ করা যায়। কেবিনেট সচিব পরবর্তী মিটিংয়ে এটি নিয়ে আলোচনা করবেন।
শফিকুল আলম আরও বলেন, যেসব কোম্পানি বাংলাদেশের কাছে পাওনা ছিল। তাদের পর্যালোচনা করা হয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুত সেই পাওনা পরিশোধ হবে। গ্রীষ্মকালে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হয় এবং শীতকালে নেপালে বিদ্যুতের চাহিদা বেশি হয়। এ বিষয়েও আলোচনা হয়েছে, যাতে শীতে বাংলাদেশের অতিরিক্ত বিদ্যুৎ নেপালে পাঠানো যায়।
তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে বলেন, বর্ষাকালে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা বাড়ে যা মানুষের জন্য কষ্টকর। এই সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে এবং সেগুলোর অগ্রগতি সন্তোষজনক। আশা করা হচ্ছে আগামী বর্ষায় জলাবদ্ধতা কিছুটা কমবে। তবে পুরোপুরি দূর হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস