ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
বিশ্ববিদ্যালয় হলো সমাজের সাথে সংযোগকারী প্রতিষ্ঠান- ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ব আরবী ভাষা দিবসের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় সমাজের সাথে সংযোগকারী প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান।
বুধবার (১৮ ই ডিসেম্বর) শাহবাগস্থ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ শামসুল আলম উপ উপাচার্য ড.শহীদুল ইসলাম সহ আরও অনেকে।
ড. নিয়াজ আহমদ খান বলেন,- আরবি ভাষার লিখিত ইতিহাস ১৫০০ বছরের। এই ভাষার প্রভাব সর্বব্যাপী সেমিটিক ল্যাগুয়েজের অপর শাখা সংকুচিত হচ্ছে। কিন্তু একমাত্র আরবিই বড় হচ্ছে। ভাষা হিসাবে নয় শুধু কালচার হিসাবেও। এরকম একটি ভাষাকে সম্মানিত করা নিজেকে সম্মানিত করার নামান্তর। আমরা যারা মুসলমান তাদের জন্য এই ভাষা ইহকাল ও পরকালের সংযোগকারী ভাষাও বটে।
তিনি বলেন, আরেকটি বিষয় আমরা ভুলে যাই বিশ্ববিদ্যালয় সমাজের সাথে সংযোগকারী প্রতিষ্ঠান। জ্ঞানের যত বড় বিকাশই ঘটুক না কেন সমাজের সাথে সম্পর্ক হীন হলে তা আর বিশ্ববিদ্যালয় থাকে না। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এখন যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তাই সমাজের সাথে দৃঢ় সংযোগ স্থাপন করেছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ট্রেজারার এসএম মামুনুর রাহমান খলিলি বলেন- গত ১৫ বছর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা শুনে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছিল। আমরা কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ চেটা করবো। আমাদের কর্মকর্তা যারা রয়েছেন তাদের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেব৷ আমরা আপনাদের সাথে সর্বোচ্চ সহযোগীতা নিয়ে সবসময় আছি।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ শামসুল আলম বলেন, এই বিশ্ববিদ্যালয় আর পেছনে যাবে না পেছনে যত অসততার গল্প শুনেছেন তা আর শুনবেন না। আমি ৫ই আগস্টের আগে তরুনদের নিয়ে হতাশ ছিলাম তারা স্বৈরাচার পতন করে তারা দেখিয়েছে তারা সব কিছু করতে পারে। আমরা যদি এভাবে এগিয়ে যেতো পারি তাহলে তাহলে ঢাকাই হবে আরবির রাজধানী।
সবশেষ সকলের জন্য মুনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি