ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
বেবিচকে অনিয়ম, বাতিল হচ্ছে ৫৪ পরামর্শকের চুক্তি
ডুয়া নিউজ: ত্রিশ বছর ধরে চুক্তিভিত্তিকভাবে ৬০টি পরামর্শক পদে নিয়োগ দিয়ে আসছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), যেখানে মাসে প্রায় এক কোটি টাকা ব্যয় হতো। তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ পাওয়ার পর ৫৪ জন পরামর্শকের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বেবিচকের পাঠানো চুক্তি নবায়নের আবেদন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাতিল করে দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ করে পরামর্শক নিয়োগের নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এই প্রসঙ্গে বেবিচকের এক কর্মকর্তা বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ নবায়ন করা যাবে না। যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আর চাকরি পাবে না। এ ছাড়া সামনের দিনগুলোতে পাবলিক প্রকিউরমেন্ট রুল (পিপিআর) মেনে এই পদগুলোয় নিয়োগ দেওয়া হবে।
বেবিচক সূত্র জানায়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগে বর্তমানে ৫৪ জন সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট, বিশেষ পরিদর্শক, জুনিয়র কনসালট্যান্ট, ডিএফওআই, ডিএমই, অ্যাভিয়েশন আর্টনিসহ পরামর্শক খাতে ৬০টি পদ থাকলেও বর্তমানে চুক্তির
ভিত্তিতে কর্মরত আছেন ৫৪ জন। এর মধ্যে ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগেই কর্মরত রয়েছেন ৪৯ জন, অ্যাভিয়েশন সিকিউরিটি বিভাগে চার ও ফাইন্যান্স বিভাগে একজন পরামর্শক কর্মরত আছেন। এসব কর্মকর্তাদের অনেকেরই নিয়োগ নিয়ে প্রশ্ন আছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের তদবিরে অনেকে নিয়োগ পেয়েছেন।
এ বিষয়ে বেবিচকের এক কর্মকর্তা বলেন, তাদের পেছনে প্রায় কোটি টাকা খরচ হয় প্রতি মাসে। এমনকি এর মধ্যে তাদের বেতনও বৃদ্ধি করা হয়েছিল। ওই সময় বেতন বৃদ্ধি না করতে আমরা নিষেধ করেছিলাম। এসব পরামর্শকদের পরিবর্তে ভালো কর্মকর্তাদের ব্যবহার করতে পারলে রাষ্ট্রের অর্থ বেচে যায়। কিন্তু বেবিচকের সিন্ডিকেটের কারণে তা আর সম্ভব হয়ে উঠে না। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশ অনুযায়ী সামনের দিনগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার সম্ভবনা আছে। বেবিচকের নিয়মিত কর্মকর্তারা বলছেন, একই কাজ করেও তারা পরামর্শকদের চেয়ে অনেক কম বেতন-ভাতা পান।
বেবিচক সূত্রে জানা গেছে, বিশেষ পরিদর্শক (এভিয়েশন পাবলিক হেলথ), বিশেষ পরিদর্শক (অপারেশনস), বিশেষ পরিদর্শক (এভিয়েশন পাবলিক হেলথ) ও বিশেষ পরিদর্শক (এসএমএস)-এর মাসিক বেতন ১ লাখ ৬২ হাজার টাকা করে। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর-ফিক্সড উইং) মাসিক বেতন ৫ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া ১ লাখ ১৭ হাজার টাকা করে বেতন পান এভিয়েশন এটর্নি, বিশেষ পরিদর্শক (পারসোনাল লাইসেন্সিং), বিশেষ পরিদর্শক (অপারেশনস) ও বিশেষ পরিদর্শক (অপারেশন-এআইআর)।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এসব পদে চুক্তিভিক্তিক নিয়োগে কোনো ধরনের নিয়মনীতি মানা হয়নি। অযোগ্য, অদক্ষ এবং বিমান চলাচলে কোনো ধরনের অভিজ্ঞতা নেইÑ এ রকম কনসালট্যান্টদের নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি