ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ডাকসু ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ

২০২৫ মার্চ ১১ ১৩:৩৬:৪১

ডাকসু ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ

ডুয়া ডেস্ক: ২৮ বছরের বিরতি শেষে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। এরপর ছয়টি বছর পার হলেও দেশের শীর্ষস্থানীয় এই বিদ্যাপীঠে আর কোনো ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এদিকে ডাকসু নির্বাচনহীন ৬ বছর পূর্ণ হওয়ার পর সংবাদ সম্মেলন ডাকেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন।

সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে ৬ বছর আগে ডাকসু নির্বাচন হয়েছিল এবং এখনো কোনো নির্বাচন হয়নি। তারা দাবি জানিয়েছে, অনতিবিলম্বে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুসহ সারাদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। সংবাদ সম্মেলনে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ