ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
গভীর রাতে পল্লবী থানায় যুবকের হামলা, ওসিসহ আহত ৩
ডুয়া নিউজ: গভীর রাতে ঢাকার পল্লবী থানায় এক তরুণের আচমকা উত্তেজিত আচরণে ওসিসহ অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।
পুলিশের বরাতে জানা যায়, অভিযুক্ত তরুণের নাম আব্দুর রাজ্জাক ফাহিম (২২-২৩)। তিনি থানায় প্রবেশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন।
ওসি নজরুল ইসলাম জানান, ফাহিম থানায় ঢুকে অভিযোগ করেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু পুলিশ কিছুই করছে না। ওসি যখন জানতে চান, কোথায় হত্যাকাণ্ড ঘটেছে, তখন ফাহিম উত্তেজিত হয়ে পড়েন এবং অভিযোগ করেন যে থানার ডিউটি অফিসার ঘটনাটি জানেন।
ডিউটি অফিসারের কাছে নিয়ে যাওয়া হলে তিনি এমন কোনো ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান। এরপর ফাহিম থানায় উপস্থিত দুজন সাধারণ নাগরিককে দেখিয়ে বলেন, তারাও হত্যাকাণ্ড সম্পর্কে জানেন। কিন্তু জিজ্ঞাসাবাদে তারাও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
এসময় ওসি ফাহিমের হাতে স্পর্শ করলে তিনি আচমকা ওসিকে ঘুষি মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এলে ফাহিম তাদেরও আঘাত করেন, এতে এক কর্মকর্তার আঙুল ভেঙে যায় এবং অপর একজনের মুখ ফুলে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাহিমকে হ্যান্ডকাফ পরানো হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গাজীপুর থেকে মাইক্রোবাসে করে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। পরে পুলিশের একটি দল থানার বাইরে থাকা তার তিন বন্ধুকে আটক করে এবং তাদের মাইক্রোবাস জব্দ করে।
ওসি জানান, জব্দকৃত মাইক্রোবাসে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগোযুক্ত স্টিকার পাওয়া গেছে। ফাহিমের বন্ধুরা জানিয়েছেন, তারা শুধু ঘুরতে বেরিয়েছিলেন এবং থানার ভেতরে গিয়ে ফাহিম এমন আচরণ করবে তা জানতেন না।
ফাহিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তার বাবার সঙ্গে যোগাযোগ করা হলে কিছুক্ষণ কথা বলার পর তিনি ফোন কেটে দেন।
ওসি নজরুল ইসলাম ধারণা করছেন, ফাহিম হয়তো মানসিক ভারসাম্যহীন বা মাদকাসক্ত। আহত পুলিশ সদস্যরা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল