ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
গভীর রাতে পল্লবী থানায় যুবকের হামলা, ওসিসহ আহত ৩
.jpg)
ডুয়া নিউজ: গভীর রাতে ঢাকার পল্লবী থানায় এক তরুণের আচমকা উত্তেজিত আচরণে ওসিসহ অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।
পুলিশের বরাতে জানা যায়, অভিযুক্ত তরুণের নাম আব্দুর রাজ্জাক ফাহিম (২২-২৩)। তিনি থানায় প্রবেশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন।
ওসি নজরুল ইসলাম জানান, ফাহিম থানায় ঢুকে অভিযোগ করেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু পুলিশ কিছুই করছে না। ওসি যখন জানতে চান, কোথায় হত্যাকাণ্ড ঘটেছে, তখন ফাহিম উত্তেজিত হয়ে পড়েন এবং অভিযোগ করেন যে থানার ডিউটি অফিসার ঘটনাটি জানেন।
ডিউটি অফিসারের কাছে নিয়ে যাওয়া হলে তিনি এমন কোনো ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান। এরপর ফাহিম থানায় উপস্থিত দুজন সাধারণ নাগরিককে দেখিয়ে বলেন, তারাও হত্যাকাণ্ড সম্পর্কে জানেন। কিন্তু জিজ্ঞাসাবাদে তারাও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
এসময় ওসি ফাহিমের হাতে স্পর্শ করলে তিনি আচমকা ওসিকে ঘুষি মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এলে ফাহিম তাদেরও আঘাত করেন, এতে এক কর্মকর্তার আঙুল ভেঙে যায় এবং অপর একজনের মুখ ফুলে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাহিমকে হ্যান্ডকাফ পরানো হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গাজীপুর থেকে মাইক্রোবাসে করে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। পরে পুলিশের একটি দল থানার বাইরে থাকা তার তিন বন্ধুকে আটক করে এবং তাদের মাইক্রোবাস জব্দ করে।
ওসি জানান, জব্দকৃত মাইক্রোবাসে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগোযুক্ত স্টিকার পাওয়া গেছে। ফাহিমের বন্ধুরা জানিয়েছেন, তারা শুধু ঘুরতে বেরিয়েছিলেন এবং থানার ভেতরে গিয়ে ফাহিম এমন আচরণ করবে তা জানতেন না।
ফাহিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তার বাবার সঙ্গে যোগাযোগ করা হলে কিছুক্ষণ কথা বলার পর তিনি ফোন কেটে দেন।
ওসি নজরুল ইসলাম ধারণা করছেন, ফাহিম হয়তো মানসিক ভারসাম্যহীন বা মাদকাসক্ত। আহত পুলিশ সদস্যরা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ