ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

ডুয়া নিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টানটান উত্তেজনাকর ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
আজ রবিবার (০৯ মার্চ) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শীর্ষে উঠে গেল টিম ইন্ডিয়া।
অন্যদিকে নিউজিল্যান্ড ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠেই ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায়। ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার ফাইনালে উঠে সেই ভারতের কাছেই হেরে গেলো কিউইরা।
রবিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড।
ইনিংসের প্রথম ৪৭ বলে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। শুরু থেকেই তারা গড়ে সাতের উপরে রান করে যাওয়ার পর মাত্র ৫১ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে। উইলি ইয়াং, রাচিন রবিন্দ্র, কেন উইলিয়ামসন এবং টম ল্যাথামের উইকেট হারানোর পর দলটি সংকটে পড়ে।
তবে গ্লেন ফিলিপস এবং ড্যারেল মিচেল দলের বিপর্যয়ের মাঝেও চেষ্টা চালিয়ে যান। তাদের ৮৭ বলের ৫৭ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। শেষ পর্যন্ত ড্যারেল মিচেলের ১০১ বলের গড়া ৬৩ রান এবং মিচেল ব্রাসওয়েলের ৪০ বলের অপরাজিত ৫৩ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
ভারত টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব দেখায়। ৬৫ রানে দলীয় ফিফটি পূর্ণ করেন রোহিত। এক প্রান্তে বাউন্ডারি হাঁকাতে থাকা রোহিতের সঙ্গে অন্য প্রান্তে সাবধানে ব্যাটিং করেন তরুণ শুভমান গিল। তিনি ৫০ বলের ৩১ রান করে দলীয় ১০৫ রানে প্রথম আউট হন।
এরপর বিরাট কোহলি মাত্র ২ বল খেলে ১ রানে আউট হয়ে ফেরেন। রোহিত শর্মা ৮৩ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৭৬ রান করার পর বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন।
তবে, স্রেয়াশ আইয়ার এবং অক্ষর প্যাটেল চতুর্থ উইকেটে ৭৫ বলের ৬১ রানের একটি কার্যকরী জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। স্রেয়াশ ৬২ বলের ৪৮ রানে আউট হন। এরপর অক্ষর প্যাটেল ৪০ বলে ২৯ রান করে দলীয় ২০৩ রানে আউট হন।
হার্দিক পান্ডিয়া ১৮ বলের ১৮ রান করে আউট হলে আরেক অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা এবং উইকেটকিপার লোকেশ রাহুল দলকে শেষ মুহূর্তে জয়ের বন্দরে নিয়ে যান। রবিন্দ্র জাদেজা ও রাহুলের ৯ বলের ১৩ রানের ছোট, তবে কার্যকরী একটি জুটিতে ভারত ৬ বল আগেই জয় নিশ্চিত করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা