ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ছয় মাসে যা যা করেছে ঢাবি প্রশাসন
ঢাবি প্রতিনিধি : জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিগত ছয় মাসে উল্লেখযোগ্য কাজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গড়ে তোলা গণরুম সংস্কৃতি বিলুপ্ত কথা হয়েছে।জুলাই গণ-অভ্যুত্থানের সম্মান ও মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ' জুলাই গণঅভ্যুত্থান কর্নার ' ও 'জুলাই স্মৃতি সংগ্রহশালা ' প্রতিষ্ঠা করা হয়েছে। সংগ্রহশালায় শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধ ও শহীদ ফারহান ফাইয়াজের ব্যবহৃত জিনিসপত্র স্থান পেয়েছে। এছাড়া, গণঅভ্যুত্থানকে উপজীব্য করে একটি সম্মেলন আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম শিক্ষার্থীদের বিশেষ আপদকালীন আর্থিক সহায়তা কার্যক্রম চালু হয়েছে। জুলাই আন্দোলনে আহত ১২জন শিক্ষার্থীকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য ৬ সদস্যের একটি গঠন করেছে কর্তৃপক্ষ।
ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন কেমন হবে সে লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ভিন্ন ভিন্ন তিনটি কমিটি গঠিত হয়েছে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ১০টি হল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ১৫১ কোটি ৫৩ লাখ প্রাক্কলিত ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ ১৬৮টি ভবন সংস্কার করা হবে।
বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের কার্যপরিধি বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে।
গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে চীন, জাপান ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে নারী শিক্ষার্থীদের ৫টি হলে কম্পিউটার প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচল সহজ করতে চালু করা হয়েছে ফ্রি শাটল বাস সার্ভিস।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়