ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী

ডুয়া নিউজ- সাক্ষাৎকার
২০২৪ ডিসেম্বর ১৭ ১৮:০৯:৪১
স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী

ডুয়া নিউজ: দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ভর্তির লক্ষ্যে নির্বাচিত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৮৮ জন শিক্ষার্থী। পাশাপাশি দুটি অপেক্ষমাণ তালিকায় আরও ৩ লাখ ৬ হাজার ৭০৩ জনকে রাখা হয়েছে। যাদের ভর্তি নিয়ে মনোনীত করা হয়েছে, তাদের মোবাইলে এসএমএস করে স্কুলের নাম জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)বিকেল ৩টার পর ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরতালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)এতে সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, প্রথম তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি জানিয়ে দেওয়া হবে খুব শিগগির। যারা প্রথম তালিকায় সুযোগ পেয়ে ভর্তি হবে না, তাদের জন্য ফাঁকা আসনের ভিত্তিতে আরও দুটি অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হয়েছে।

মাউশির তথ্যে জানা গেছে, সরকারি স্কুলগুলোর জন্য লটারির মাধ্যমে প্রথম তালিকায় নির্বাচিত হয়েছেন ৯৮ হাজার ২০৫ জন শিক্ষার্থী, আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন। সরকারি স্কুলের প্রথম অপেক্ষমাণ তালিকায় ৭৯ হাজার ৫০২ জন এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় ৫৮ হাজার ৫৫৮ জন রাখা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত