ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
আমাদের অসংযত হতে বাধ্য করবেন না: সামান্তা শারমিন
ডুয়া নিউজ : নাগরিক অধিকারের সঙ্গে নারীর যে অধিকার তা নিশ্চিত করে আইনগতভাবে প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব সামান্তা শারমিন। কোনো প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলেও জানান তিনি।
আজ শনিবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীর প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, “নারীর প্রতি সহিংসতা যেভাবে বাড়ছে সেটা অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নারীর নিরাপত্তার সঙ্গে নাগরিক নিরাপত্তাও জড়িত। আমাদের দেশে সেই নিরাপত্তা হুমকির সম্মুখীন। নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা সে অধিকার নিশ্চিতে ৫৩ বছরে কোনো কাজ করা হয়নি। আমাদের দেশকে বিশ্বের কাছে আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হলেও উন্নত রাষ্ট্রে নাগরিকদের যে অধিকার তা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। বরং এই অধিকার কীভাবে দমন করা যায় তা সব কাঠামো ও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে করা হয়েছে।”
সামান্তা শারমিন বলেন, “মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে আর তার জন্য আমরা রাজপথে বিচারের দাবিতে খেদিয়ে যাচ্ছি সেটাই প্রমাণ করে দেয় আমরা যে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ চেয়েছিলাম তা এখনো বিলোপ হয়নি। এই কাঠামোর বিলোপের জন্য আমাদের ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন আছে এবং এই লড়াইয়ে আমাদের নারীরা সংযত আছে। তাই আমাদের অসংযত হতে বাধ্য করবেন না।”
নতুন রাজনৈতিক দলের এই নেত্রী বলেন, “নারীদের যে সংগ্রাম রয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। অভ্যুত্থানের প্রতি ধাপে ধাপে যে ভূমিকা তাদের ছিল অভ্যুত্থানের পরে সেসব অস্বীকার করার পাঁয়তারা করা হচ্ছে। নারীর অধিকার নিয়ে শুধু নারীকে বলতে হবে এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের পুরুষ সহযোদ্ধারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সেটাও লক্ষ্য রাখতে হবে। আমাদের সজাগ ও সচেষ্ট থাকতে হবে যেন এই রাষ্ট্রীয় কাঠামো আমাদের সঙ্গে প্রতারণা করতে না পারে। নতুন রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে রাষ্ট্রকাঠামোতে নারীর নেতৃত্ব তুলে আনতে যা করা প্রয়োজন কাঠামো ঠিক তার উল্টো দিকে চলছে।”
সামান্তা শারমিন আরও বলেন, “নারী নেতৃত্ব তৈরি করতে সংসদের সংরক্ষিত আসন আর কোনো ধরনের ভূমিকা রাখবে না। এই সংরক্ষিত আসনগুলো কীভাবে ইলেকটোরাল উপায়ে আনা যেতে পারে আমরা সে চিন্তা করতে পারি। সর্বোপরি সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোতে নারীদের নেতৃত্ব, নারীদের সুযোগ ও সমতা নিশ্চিতে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। যে নারী কমিশন গঠন করা হয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে সে কমিশনের রিপোর্ট দেখতে চাই। একইসঙ্গে রাজনৈতিক দলগুলো নারীদের নিয়ে কী ভাবছে সেটাও প্রকাশ করতে হবে। আমরা দেখতে তারা নারীদের নেতৃত্ব নিয়ে কী ভাবছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর