ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
আমাদের অসংযত হতে বাধ্য করবেন না: সামান্তা শারমিন

ডুয়া নিউজ : নাগরিক অধিকারের সঙ্গে নারীর যে অধিকার তা নিশ্চিত করে আইনগতভাবে প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব সামান্তা শারমিন। কোনো প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলেও জানান তিনি।
আজ শনিবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীর প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, “নারীর প্রতি সহিংসতা যেভাবে বাড়ছে সেটা অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নারীর নিরাপত্তার সঙ্গে নাগরিক নিরাপত্তাও জড়িত। আমাদের দেশে সেই নিরাপত্তা হুমকির সম্মুখীন। নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা সে অধিকার নিশ্চিতে ৫৩ বছরে কোনো কাজ করা হয়নি। আমাদের দেশকে বিশ্বের কাছে আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হলেও উন্নত রাষ্ট্রে নাগরিকদের যে অধিকার তা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। বরং এই অধিকার কীভাবে দমন করা যায় তা সব কাঠামো ও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে করা হয়েছে।”
সামান্তা শারমিন বলেন, “মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে আর তার জন্য আমরা রাজপথে বিচারের দাবিতে খেদিয়ে যাচ্ছি সেটাই প্রমাণ করে দেয় আমরা যে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ চেয়েছিলাম তা এখনো বিলোপ হয়নি। এই কাঠামোর বিলোপের জন্য আমাদের ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন আছে এবং এই লড়াইয়ে আমাদের নারীরা সংযত আছে। তাই আমাদের অসংযত হতে বাধ্য করবেন না।”
নতুন রাজনৈতিক দলের এই নেত্রী বলেন, “নারীদের যে সংগ্রাম রয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। অভ্যুত্থানের প্রতি ধাপে ধাপে যে ভূমিকা তাদের ছিল অভ্যুত্থানের পরে সেসব অস্বীকার করার পাঁয়তারা করা হচ্ছে। নারীর অধিকার নিয়ে শুধু নারীকে বলতে হবে এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের পুরুষ সহযোদ্ধারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সেটাও লক্ষ্য রাখতে হবে। আমাদের সজাগ ও সচেষ্ট থাকতে হবে যেন এই রাষ্ট্রীয় কাঠামো আমাদের সঙ্গে প্রতারণা করতে না পারে। নতুন রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে রাষ্ট্রকাঠামোতে নারীর নেতৃত্ব তুলে আনতে যা করা প্রয়োজন কাঠামো ঠিক তার উল্টো দিকে চলছে।”
সামান্তা শারমিন আরও বলেন, “নারী নেতৃত্ব তৈরি করতে সংসদের সংরক্ষিত আসন আর কোনো ধরনের ভূমিকা রাখবে না। এই সংরক্ষিত আসনগুলো কীভাবে ইলেকটোরাল উপায়ে আনা যেতে পারে আমরা সে চিন্তা করতে পারি। সর্বোপরি সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোতে নারীদের নেতৃত্ব, নারীদের সুযোগ ও সমতা নিশ্চিতে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। যে নারী কমিশন গঠন করা হয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে সে কমিশনের রিপোর্ট দেখতে চাই। একইসঙ্গে রাজনৈতিক দলগুলো নারীদের নিয়ে কী ভাবছে সেটাও প্রকাশ করতে হবে। আমরা দেখতে তারা নারীদের নেতৃত্ব নিয়ে কী ভাবছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার