ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
পরীক্ষামূলক ইলেকট্রনিক কার্ট গাড়ি চালুর উদ্যোগ জাবিতে
.jpg)
ডুয়া ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ইলেকট্রনিক কার্ট গাড়ি। ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ হওয়ার পর যাতায়াতে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, তা সমাধান করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ৭০০ একর বিস্তৃত হওয়ায় হল থেকে একাডেমিক ভবনে হেঁটে ক্লাসে যাওয়া শিক্ষার্থীদের জন্য এটি বেশ সময়সাপেক্ষ এবং কষ্টকর। বর্তমানে প্যাডেলচালিত রিকশা থাকলেও তার সংখ্যা ও খরচের কারণে তা শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। তাই পরিবেশবান্ধব এবং টেকসই সমাধান হিসেবে 'কার্ট গাড়ি' চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান নিশ্চিত করেছেন, মার্চ মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে কার্ট গাড়ি চালু করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, এই গাড়িগুলি লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত, পরিবেশবান্ধব এবং ১২ আসনবিশিষ্ট ফোর-হুইলার, যা দূর নিয়ন্ত্রিত। প্রথমে ৫টি গাড়ি দিয়ে শাটল বাস সার্ভিস চালু করার আশা করা হচ্ছে এবং পরে গাড়ির সংখ্যা বাড়ানো হবে। প্রাথমিকভাবে এই বাসগুলো ছাত্র-ছাত্রীদের হল থেকে বিভিন্ন বিভাগ এবং লাইব্রেরিতে পৌঁছে দেবে।
এছাড়া এই বাস সার্ভিস সম্পূর্ণ আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালিত হবে এবং দ্রুত চুক্তি সম্পন্ন করার জন্য প্রস্তুতি চলছে।
এই ইলেকট্রনিক কার্টগুলো দেখতে গলফ কার্টের মতো হলেও আকারে বড় এবং পরিবহণ ও টহল কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। বিদ্যুৎচালিত হওয়ায় এটি পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী এবং কম খরচে পরিচালনা করা সম্ভব। দ্রুত চার্জ হওয়ার কারণে দীর্ঘ পথেও কোন সমস্যা হয় না।
উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর এক শিক্ষার্থী ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারানোর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ওই ধরনের যান নিষিদ্ধ করে দেয়। এর পর শাটল বাস চালু হলেও তা প্রয়োজনের তুলনায় কম ছিল। ফলে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে যেতে হতো। বিশেষ করে শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের জন্য এটি ছিল অত্যন্ত কষ্টকর। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ইলেকট্রনিক কার্ট গাড়ি চালু করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা