ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
জাবিতে হার্ভার্ডের ভুয়া শিক্ষার্থী আটক
ডুয়া ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টোরিয়াল টিম। বুধবার দিবাগত রাতে আটক হওয়া আবু হুরাইরা রাব্বি (২২) সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ২১৩ নম্বর কক্ষে অবস্থানকালে শিক্ষার্থীরা তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন উত্তর দেন, এতে সন্দেহ আরও বাড়ে। বিষয়টি প্রক্টোরিয়াল টিমকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার কাছ থেকে একটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নকল আইডি কার্ড উদ্ধার করা হয়।
একপর্যায়ে হুরাইরা স্বীকার করেন যে, তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী পরিচয় দিয়ে বিভিন্নজনকে বিভ্রান্ত করেছেন। এমনকি তার পরিবারকেও এ বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন।
ভুয়া আইডি কার্ডের বিষয়ে তিনি বলেন,আমি শুধুমাত্র মজার ছলে এটি বানিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু রাতটা কাটানোর জন্য জাবিতে এসেছিলাম, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
তবে, তিনি আরও স্বীকার করেন যে, জাবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়েও তিনি এক শিক্ষার্থীর আত্মীয় পরিচয়ে ৭-৮ দিন হলে অবস্থান করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পেরে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করি। প্রতারণার বিষয়টি স্বীকার করে লিখিত বক্তব্য দেওয়ার পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস