ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জাতিসংঘের বড় কাটছাঁট
ডুয়া নিউজ: চলতি মাসের মধ্যে ১৫ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা না পাওয়া গেলে আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার বরাদ্দ অর্ধেক কমিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
এর ফলে প্রতি রোহিঙ্গাকে সাড়ে ১২ ডলারের খাদ্য সহায়তা দেওয়া কমে দাঁড়াবে মাত্র ৬ ডলারে। এই পরিবর্তনের ফলে প্রতি বেলার খাবারের জন্য বরাদ্দ বাংলাদেশি মুদ্রায় ১৬ টাকা থেকে কমে ৮ টাকায় পরিণত হবে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এতে রোহিঙ্গাদের মধ্যে খাদ্য সংকট এবং অপুষ্টি আরও তীব্র হতে পারে।
এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য বর্তমানে যা বরাদ্দ রয়েছে, তা যথেষ্ট নয়। নতুন করে বরাদ্দ কমে যাওয়ার পরিণাম কী হতে পারে তা অকল্পনীয়। তিনি আরও জানান, গত বছরও একইভাবে রেশন কমিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে ক্ষুধা ও অপুষ্টির মাত্রা অনেক বেড়ে গিয়েছিল।
ডব্লিউএফপি জানিয়েছে, তারা সাড়ে ১২ ডলার রেশন অব্যাহত রাখার জন্য তহবিল জোগাড়ের চেষ্টা করেছে। কিন্তু প্রয়োজনীয় দাতা খুঁজে পাওয়া যায়নি। শরণার্থীরা পুরোপুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এবং এ ধরনের খাদ্য সহায়তা কমে যাওয়ার কারণে শরণার্থী পরিবারগুলো তাদের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাবে। এতে শিবিরে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে।
এছাড়া, কক্সবাজার এবং ভাসানচরে বসবাসরত ১১ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী, যারা ২০১৭ সালে মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে। ২০২৩ সালেও রেশন কমানো হয়েছিল, যার কারণে ক্ষুধা ও অপুষ্টি বেড়ে গিয়েছিল এবং শরণার্থী শিবিরে বসবাসকারী অনেক শিশু অপুষ্টিতে ভোগে।
এভাবে আন্তর্জাতিক সহায়তা কমে গেলে রোহিঙ্গাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। এ অবস্থা শুধু তাদের জন্যই নয়, স্থানীয় জনগণের জন্যও বিপর্যয় সৃষ্টি করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)