ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জাতিসংঘের বড় কাটছাঁট

ডুয়া নিউজ: চলতি মাসের মধ্যে ১৫ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা না পাওয়া গেলে আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার বরাদ্দ অর্ধেক কমিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
এর ফলে প্রতি রোহিঙ্গাকে সাড়ে ১২ ডলারের খাদ্য সহায়তা দেওয়া কমে দাঁড়াবে মাত্র ৬ ডলারে। এই পরিবর্তনের ফলে প্রতি বেলার খাবারের জন্য বরাদ্দ বাংলাদেশি মুদ্রায় ১৬ টাকা থেকে কমে ৮ টাকায় পরিণত হবে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এতে রোহিঙ্গাদের মধ্যে খাদ্য সংকট এবং অপুষ্টি আরও তীব্র হতে পারে।
এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য বর্তমানে যা বরাদ্দ রয়েছে, তা যথেষ্ট নয়। নতুন করে বরাদ্দ কমে যাওয়ার পরিণাম কী হতে পারে তা অকল্পনীয়। তিনি আরও জানান, গত বছরও একইভাবে রেশন কমিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে ক্ষুধা ও অপুষ্টির মাত্রা অনেক বেড়ে গিয়েছিল।
ডব্লিউএফপি জানিয়েছে, তারা সাড়ে ১২ ডলার রেশন অব্যাহত রাখার জন্য তহবিল জোগাড়ের চেষ্টা করেছে। কিন্তু প্রয়োজনীয় দাতা খুঁজে পাওয়া যায়নি। শরণার্থীরা পুরোপুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এবং এ ধরনের খাদ্য সহায়তা কমে যাওয়ার কারণে শরণার্থী পরিবারগুলো তাদের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাবে। এতে শিবিরে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে।
এছাড়া, কক্সবাজার এবং ভাসানচরে বসবাসরত ১১ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী, যারা ২০১৭ সালে মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে। ২০২৩ সালেও রেশন কমানো হয়েছিল, যার কারণে ক্ষুধা ও অপুষ্টি বেড়ে গিয়েছিল এবং শরণার্থী শিবিরে বসবাসকারী অনেক শিশু অপুষ্টিতে ভোগে।
এভাবে আন্তর্জাতিক সহায়তা কমে গেলে রোহিঙ্গাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। এ অবস্থা শুধু তাদের জন্যই নয়, স্থানীয় জনগণের জন্যও বিপর্যয় সৃষ্টি করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান