ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

গণতান্ত্রিক ছাত্রসংসদের এক কেন্দ্রীয় নেতার পদ স্থগিত

২০২৫ মার্চ ০৬ ১৯:৩১:৪৪

গণতান্ত্রিক ছাত্রসংসদের এক কেন্দ্রীয় নেতার পদ স্থগিত

ডুয়া ডেস্ক: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ তাদের কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী মাজহারুল ইসলামকে ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। একই সাথে তাকে শোকজও করা হয়েছে।

৬ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বলা হয়, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামকে ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানিয়ে এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত