ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু; জানাজায় শরিক হয়ে যা বললেন হাসনাত

২০২৫ মার্চ ০৫ ১৯:৩৬:৪১

আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু; জানাজায় শরিক হয়ে যা বললেন হাসনাত

ডুয়া নিউজ : শহিদরা দেশকে ভালোবেসে আন্দোলনে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদরা জীবন বিলিয়ে দিয়েছেন দেশটাকে ভালোবেসে। তারা কোনো কিছু পাওয়ার আশায় জীবন দেননি। এসব শহিদের দায়ভার আমাদের ওপর রয়েছে। তাদের দায়িত্ব আমাদের ওপর রয়েছে। ভুলে গেলে চলবে না- এ অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের দায়বদ্ধতা এবং তাদের রক্তের দায়বদ্ধতা আমরা যারা জীবিত আছি তাদের ওপর রয়ে গেছে।”

আজ বুধবার (০৫ মার্চ) কুমিল্লার দেবিদ্বারে ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হয়ে মারা যাওয়া ভ্যানচালক আব্দুস সামাদের জানাজাপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “প্রত্যেকটা রাজনৈতিক সচেতন মানুষকে এসব আহত নিহতদের দায় নিতে হবে। তারা রাস্তায় আন্দোলনে নেমে জীবন দিয়েছেন নিজের প্রাপ্তির জন্য না। নিজে কিছু পাবে এবং পদ-পদবি পাবে- এমন কিছু প্রত্যাশা নিয়ে তারা আন্দোলনে এসে জীবন দেননি। জীবন দিয়েছেন মানুষের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের জন্য। তারা জীবন দিয়েছেন দেশটাকে ভালোবেসে দেশের উন্নয়নের জন্য, দেশের ভালোর জন্য।”

তিনি আরও বলেন, “দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের গণআন্দোলনের কারণেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। সাধারণ জনতার আত্মত্যাগ ছাড়া কোনো রাজনৈতিক দলের পক্ষে এ আন্দোলন সফল করা সম্ভব ছিল না। ছাত্র-জনতা একীভূত হওয়ার কারণেই ফ্যাসিবাদের পতন হয়েছে।”

এ সময় হাসনাত আব্দুল্লাহ শহিদ আব্দুস সামাদের পরিবারের দায়ভার নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া যে যার জায়গা থেকে এসব শহিদ পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের দায় পরিশোধের জন্য আহ্বান জানান।

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয় মুহূর্তে পুলিশের গুলিতে গুরুতর আহত হন ভ্যানচালক আব্দুস সামাদ। মঙ্গলবার (০৪ মার্চ) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত