ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে 'শিবির ট্যাগ দিয়ে রাখা হয়নি' ঢাবি ছাত্রকে

ঢাবি প্রতিনিধি: সম্প্রতি গঠিত হয় গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে সাবেক ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদের সাবেকদের রাখা হলেও শিবির ট্যাগ দিয়ে পদ দেয়া হয়নি এমন অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
আজ বুধবার (৫ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোস্তাক আহমদ।
মোস্তফা বলেন, জুলাই-আগষ্টে আন্দোলন সব দল-মত অংশগ্রহণ ছিলো। সেই জুলাইয়ের স্পিরিট ধারণ করে এই দল গঠিত হলো সেখানে কেন দল দেখা হবে? তাহলে জুলাইয়ের স্পিরিট থাকলো কিভাবে? এই ট্যাগিং সংস্কৃতি তো গণঅভ্যুত্থানের আগে ছিলো, এখন কেন সেই সংস্কৃতি আনা হচ্ছে?
অভিযোগ করে তিনি বলেন, কমিটি প্রকাশিত হওয়ার পরে আমি গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরকে জানাই কমিটিতে আমার নাম না থাকার বিষয়ে। তিনি জানান, যাদের শিবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদেরকে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।
মোস্তফা বলেন, আমি জুলাই আন্দোলন কোন দলমতের অধীনে গিয়ে অংশগ্রহণ করিনি এবং জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে জুন মাসের ৫ তারিখ থেকে শুরু করে ১৭ জুলাই হল থেকে ছাত্রলীগ তাড়ানো পর্যন্ত প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করেছি। ১৭ তারিখ হলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে মাথার উপর মৃত্যুর পরোয়ানা নিয়ে এখান থেকে ওখানে ঘুরে বেড়িয়েছি। ৫ আগস্ট পরবর্তী স্বৈরাচারের পতনের পর থেকে আজ পর্যন্ত প্রতিটি কার্যক্রমে নিজেকে সর্বোচ্চ সংযুক্ত রেখেছি।
‘অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে ইতিবাচক ছাত্ররাজনীতির লক্ষ্যে সারাদেশে সংঘটিত বিভিন্ন বিষয়ে ক্যাম্পাসে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি সবসময়ই। সেই লক্ষ্যে পূর্বে কোনো রাজনৈতিক পরিচয় না থাকা স্বত্বেও নতুন ধারার যে ছাত্ররাজনীতি আসার কথা ছিলো সেখানে সক্রিয়ভাবে সংযুক্ত থেকেছি,’ বলেন মোস্তফা।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতির ইতিবাচক পরিবর্তনের আশা নিয়ে ঘোষিত ছাত্রসংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থেকেছি। কিন্তু 'গণতান্ত্রিক ছাত্র সংসদ' তাদের কমিটি ঘোষণার পূর্ব মুহূর্তে আমাকে শিবির ট্যাগ দিয়ে নাম বাতিল করে দেয়।
অভিযোগের বিষয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ডুয়া নিউজকে বলেন, আমরা কমিটি দেয়ার আগে সার্চ কমিটি গঠন করেছিলাম। সার্চ কমিটি তার অনলাইন ও অফলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করে তাকে শিবির সন্দেহ করে। যার কারণে তাকে কমিটিতে রাখা হয়নি।
জুলাই আন্দোলনে সব দলের অংশগ্রহণে থাকার পর এখন কেন শিবির ট্যাগ দেয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আব্দুল কাদের বলেন, এই দল একটি স্বতন্ত্র সংগঠন। এখানে আমরা কাকে রাখবো না রাখবো সেটা আমাদের বিষয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সব ছাত্রসংগঠনের প্রতিনিধিত্ব ছিলো। যার কারণে সেখানে সব দলের লোককে রাখা হয়েছে। কিন্তু এই সংগঠন স্বতন্ত্র হওয়ায় আমারা আমাদের মতো দেখে কমিটি দিয়েছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান