ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
সড়কের কাজ ফেলে টাকা নিয়ে উধাও ঠিকাদার

ডুয়া ডেস্ক : সড়ক সংস্কারের কাজ অসমাপ্ত রেখেই বরাদ্দের পুরো টাকা নিয়ে চম্পট দিয়েছে ঠিকাদার। এতে স্থানীয়দের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রতিদিন ভাঙা সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শত শত যানবাহন ও মানুষ। নিরুপায় হয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন এ পথে চলাচলকারীরা।
নাজিরপুর-বৈঠাকাটা ১৭ কিলোমিটার সড়কের কাজ না করে ফেলে রাখায় বেশিরভাগ জায়গায় পিচ-খোয়া উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ফলে এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সীমাহীন কষ্ট ভোগ করছে এ পথে চলাচলকারী হাজারো মানুষ।
উপজেলার ৫টি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। জেলার সবচেয়ে বড় ভাসমান সবজির বাজার বৈঠাকাটা যাওয়ার একমাত্র সড়ক এটি।
জানা যায়, মেসার্স ইফতি ইটিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৪টি প্যাকেজে প্রায় ৪৪ কোটি টাকা চুক্তি মূল্যে রাস্তাটির কাজ পায়, যা গত বছরের জুনে শুরু হয়ে চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা; কিন্তু ক্ষমতার অপব্যবহার করে এখন পর্যন্ত কাজ শুরু না করেই এলজিইডির কর্মকর্তাদের সহায়তায় উঠিয়ে নেওয়া হয়েছে বরাদ্দকৃত পুরো অর্থ।এলাকাবাসীরা অভিযোগ করেন, সড়কের এমন অবস্থার কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়িও এই সড়কে আসতে চায় না।
স্থানীয়রা বলেন, ৫-৬ বছর ধরে রাস্তাটি এভাবে ফেলে রাখা হয়েছে। শুনেছি কাজ না করে ঠিকাদার টাকা উঠিয়ে নিয়েছে, যার কারণে কাজ হচ্ছে না। শুধু দেখেছি তিন-চার বছর আগে রাস্তার পাশে শুধু সাদা রং করেছে। এরপর আর কোনো কাজ হয়নি।
তারা বলেন, তৎকালীন আওয়ামী লীগ নেতারা ক্ষমতার অপব্যবহার করে এসব করেছে। যার কারণে এখন আমরা দুর্ভোগে আছি। আমাদের দাবি শিগগিরই কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘব করা হোক।
এ প্রসঙ্গে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রণজিত দে গণমাধ্যমকে বলেন, কাজটি শেষ করার জন্য ঠিকাদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা চলছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত