ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সড়কের কাজ ফেলে টাকা নিয়ে উধাও ঠিকাদার
ডুয়া ডেস্ক : সড়ক সংস্কারের কাজ অসমাপ্ত রেখেই বরাদ্দের পুরো টাকা নিয়ে চম্পট দিয়েছে ঠিকাদার। এতে স্থানীয়দের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রতিদিন ভাঙা সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শত শত যানবাহন ও মানুষ। নিরুপায় হয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন এ পথে চলাচলকারীরা।
নাজিরপুর-বৈঠাকাটা ১৭ কিলোমিটার সড়কের কাজ না করে ফেলে রাখায় বেশিরভাগ জায়গায় পিচ-খোয়া উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ফলে এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সীমাহীন কষ্ট ভোগ করছে এ পথে চলাচলকারী হাজারো মানুষ।
উপজেলার ৫টি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। জেলার সবচেয়ে বড় ভাসমান সবজির বাজার বৈঠাকাটা যাওয়ার একমাত্র সড়ক এটি।
জানা যায়, মেসার্স ইফতি ইটিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৪টি প্যাকেজে প্রায় ৪৪ কোটি টাকা চুক্তি মূল্যে রাস্তাটির কাজ পায়, যা গত বছরের জুনে শুরু হয়ে চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা; কিন্তু ক্ষমতার অপব্যবহার করে এখন পর্যন্ত কাজ শুরু না করেই এলজিইডির কর্মকর্তাদের সহায়তায় উঠিয়ে নেওয়া হয়েছে বরাদ্দকৃত পুরো অর্থ।এলাকাবাসীরা অভিযোগ করেন, সড়কের এমন অবস্থার কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়িও এই সড়কে আসতে চায় না।
স্থানীয়রা বলেন, ৫-৬ বছর ধরে রাস্তাটি এভাবে ফেলে রাখা হয়েছে। শুনেছি কাজ না করে ঠিকাদার টাকা উঠিয়ে নিয়েছে, যার কারণে কাজ হচ্ছে না। শুধু দেখেছি তিন-চার বছর আগে রাস্তার পাশে শুধু সাদা রং করেছে। এরপর আর কোনো কাজ হয়নি।
তারা বলেন, তৎকালীন আওয়ামী লীগ নেতারা ক্ষমতার অপব্যবহার করে এসব করেছে। যার কারণে এখন আমরা দুর্ভোগে আছি। আমাদের দাবি শিগগিরই কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘব করা হোক।
এ প্রসঙ্গে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রণজিত দে গণমাধ্যমকে বলেন, কাজটি শেষ করার জন্য ঠিকাদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা চলছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর