ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে যা জানালেন মাউশির মহাপরিচালক

ডুয়া ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বাজেটের কোনো ঘাটতি নেই। তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড়তে বিলম্ব হচ্ছে। শিক্ষক-কর্মচারীরা খুব শিগগিরই ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
মঙ্গলবার (৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান এসব কথা জানান।
তিনি বলেন, "শিক্ষকরা কষ্টে আছেন। তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হয়। এই অসুবিধা সাময়িক এবং দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়াটি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষকরা মাসের শুরুতেই বেতন পাবেন। আশা করছি, চলতি সপ্তাহেই জানুয়ারি মাসের বেতন শিক্ষক-কর্মচারীরা পেয়ে যাবেন।"
প্রসঙ্গত বেসরকারি এমপিওভুক্ত প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন দিতে এজি অফিসে তথ্য পাঠানো হয়েছে। জানুয়ারি মাসের বেতন আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এরপর তারা বেতন তুলতে পারবেন।
মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মোঃ শাহজাহান জানান, "শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বেতন সংক্রান্ত তথ্য এজি অফিসে পাঠানো হয়েছে এবং চলতি সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন।"
এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়, যা অনেক সময় দেরি হয়। এতে শিক্ষকদের নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়। বেশ কিছু ক্ষেত্রে মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন পাওয়া যায়।
এমন পরিস্থিতিতে একজন শিক্ষক জানান, "আমি এক দূর্গম চরের স্কুলে চাকরি করি, আমার মাসে দুই হাজার টাকার মতো খরচ হয় অথচ এখন হাতে ৪০০ টাকাও নেই। কিছু অভিভাবক সবজি দিয়ে সাহায্য করেছেন। জানি না ভিক্ষাবৃত্তি করে কতদিন চলতে পারব। নতুন চাকরি খুঁজছি, পেলেই অন্য পেশায় চলে যাব।"
এ বিষয়ে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতন ইএফটিতে ছাড় হয়। এরপর গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটি পদ্ধতিতে বেতন পেয়েছেন এবং পরবর্তী ধাপে আরও হাজার হাজার শিক্ষক-কর্মচারী বেতন পেয়েছেন। তবে জানুয়ারি মাসের বেতন এখনো তাঁরা পাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ