ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

টানা দরপতন শেয়ারবাজারে, লেনদেনেও ধস

২০২৫ মার্চ ০৪ ১৪:০৩:১১
টানা দরপতন শেয়ারবাজারে, লেনদেনেও ধস

ডুয়া ডেস্ক : দেশের শেয়ারবাজারে চার কর্মদিবস ধরে টানা দরপতন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার (০৪ মার্চ) সপ্তাহের তৃতীয় কর্মদিবসেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে, সঙ্গে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। আগের কর্মদিবস সোমবার ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৫ দশমিক ১০ পয়েন্টে। আগের কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ১৬ দশমিক ১৮ শতাংশ।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৪ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ দশমিক ৩৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৩৮ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৫টি কোম্পানির, বিপরীতে ২৬৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে