ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ঢাবি থেকে সরানো হল সাত কলেজের কার্যক্রম, নেতৃত্বে যারা
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে সরকারি সাত কলেজের কার্যক্রম সরিয়ে নেওয়ার চূড়ান্ত সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সুপারিশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং সাত কলেজের একজন অধ্যক্ষের নেতৃত্বে সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে ঢাবি প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও অংশ নেবেন। শিক্ষা মন্ত্রণালয় দ্রুত ঢাবির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে।
নতুন কাঠামোর নাম রাখা হয়েছে ‘নজরদারি সংস্থা’। এই সংস্থার দায়িত্বে ইউজিসির একজন সদস্য থাকবেন এবং সাত কলেজের একজন অধ্যক্ষ সংস্থাটির পরিচালকের দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির রেজিস্টার দপ্তরের মনোনীত কর্মকর্তা, পরীক্ষার যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মনোনীত কর্মকর্তা এবং অর্থ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। সাত কলেজের অনলাইন ভর্তি কমিটি আবেদন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে। এই কাঠামো সাত কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে পরিচালনার জন্য গঠন করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ঢাবির উপাচার্য বরাবর এই নির্দেশনা পাঠানো হয়েছে। সাত কলেজ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই কাঠামো অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।
গত ২৭ ফেব্রুয়ারি ইউজিসি এই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় এবং তার ভিত্তিতে মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে। সুপারিশে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বর্তমানে ঢাবির অধীনে শিক্ষারত শিক্ষার্থীদের জন্য বর্তমান ব্যবস্থা চালু রাখা হবে।
সুপারিশ অনুযায়ী, ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি সংক্রান্ত দপ্তর, রেজিস্টার দপ্তর এবং হিসাব বিভাগের প্রতিনিধি সমন্বয়ে একটি কাঠামো গঠন করা হবে যা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।
এই কাঠামো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি উপযুক্ত কার্যালয় থেকে পরিচালিত হবে এবং সংশ্লিষ্ট সব হিসাব ঢাবির আলাদা ব্যাংক একাউন্টে পরিচালিত হবে। ইউজিসি জানিয়েছে, প্রস্তাবিত ব্যবস্থা ঢাবির একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়