ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
মধুর ক্যান্টিনে কোটা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

ডুয়া ডেস্ক: জুলাই অভ্যুত্থানে নিহত বা আহত পরিবারের সদস্যদের জন্য সরকারি বিদ্যালয়ে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে আজ সোমবার জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বক্তব্য দেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত বা আহতদের পরিবারের সদস্যদের জন্য কোটা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। যা ২০১৮ সালে কোটা আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে প্রভাব ফেলেছে। তিনি বলেন, "আমরা যারা বৈষম্য নিরসনের আন্দোলন করেছি তাদের জন্য এটি একটি দুঃখজনক পদক্ষেপ কারণ আমরা যে বৈষম্য বিলোপের পক্ষে ছিলাম সরকারের এই নতুন সিদ্ধান্ত তার বিপরীত।"
বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো কোটা থাকতে পারে না, এটা আমাদের স্পষ্ট দাবি। আমরা মনে করি একে সামাজিক বৈষম্য সৃষ্টি করার অপতৎপরতা হিসেবে দেখতে হবে।"
তিনি বলেন, "কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, তরুণরা এবং সাধারণ জনগণ। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই দেশের মালিক শুধু ছাত্ররা নয় বরং দেশের মালিক সবাই। এটা একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।"
এছাড়া তিনি উল্লেখ করেন, রেলে ও প্রাথমিক বিদ্যালয়ে এখনও কোটা ব্যবস্থা রয়েছে কিন্তু সেগুলোর বিষয়ে সরকারের কোন সিদ্ধান্ত আসেনি। তিনি বলেন, "যতদিন না কোটা ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত হবে ততদিন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ আন্দোলন চালিয়ে যাবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা