ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
৪২ হাজার ছাত্রের মা-বাবাকে এক জায়গায় দেখতে ইচ্ছে করে: ঢাবি উপাচার্য

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমার ইচ্ছে করে ৪২ হাজার ছাত্রের মা-বাবাকে কোনো একটা জায়গা একসাথে করতে। তারা সবাই সেখানে আসবেন এবং আমরা তাদের বলতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের প্রতি কৃতজ্ঞ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ঢাবির সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উক্ত বৃত্তির জন্য ৩৬ লাখ টাকার চেক হস্তান্তর করে সোশ্যাল ইসলামি ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রতি এক-দুই মাস অন্তর আনুষ্ঠানিক মিটিং করতে চেষ্টা করছি। আমার প্রধান কাজ ছাত্রদের পড়াশোনার গতিবিধি ঠিক করা। একটা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করতে করতে ৮৫ ভাগ রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, বাকি ১৫ ভাগ অ্যাকাডেমিক।এসময় তিনি বলেন, একটা সার্ভে হয়েছে, মোটামুটি একটা হিসাব হয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া। কিছু কিছু অবকাঠামো কাজ করা প্রয়োজন। এরকম চার-পাঁচটা ক্ষেত্রে আসলেই কাজ করা সম্ভব। এসময় তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানান।
উপাচার্য অধ্যাপক নিয়াজ বলেন, সোশাল ইসলামী ব্যাংকের নিজের অবস্থা খুব ভালো না কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর মমতা দেখিয়েছেন। ব্যাংকের বর্তমান নেতৃত্ব খুব কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। তার কঠিন পরিস্থিতি মোকাবিলা করে একটা পর্যায়ে আনার চেষ্টা করছেন। তারা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ডাকে এখানে এসেছেন এজন্য তাদের ধন্যবাদ জানাই।
উপাচার্য বলেন, এদেশের যেখানে যাবেন ঢাবি আছে। এরপরও যদি আমরা তাদের কাজে লাগাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। সম্পদ মোবিলাইজেশন করা সম্ভব। এজন্য আমাদের কাজ করতে হবে।
অধ্যাপক নিয়াজ বলেন, শুধু সরকারের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় চালানো যাবে না। আমরা সেভাবে চলতে চাই না। আমরা সরকারি কিন্তু সরকারের না। কাজেই এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে আমাদের এগোতে হবে। এই উদ্যোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। আমি চাই এখান থেকে যারা পাস করে বেরিয়ে গেছেন তারা এখানে আসুক। রাষ্ট্র কোন দেশে সবকিছু ঠিক করে দিতে পারে না।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, চীনা সরকারের সহযোগিতা আগের থেকে অনেক বেড়েছে। তুরস্ক সরকারের সঙ্গে কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মসজিদ নির্মাণের বিষয়ে। ইতোমধ্যে এটা ফাইনাল পর্যায়ে আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান