ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
বরিশাল শিক্ষাবোর্ডে নতুন দুই কর্মকর্তা, শুরুতেই উত্তেজনা
ডুয়া ডেস্ক : বরিশাল শিক্ষাবোর্ডে পদায়ন হওয়া দুই কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর বলে দাবি করে তাদের যোগদানে বাধা দিয়েছে বোর্ডের কর্মচারী সংঘের নেতাকর্মীরা। এ সময় বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকীর উপস্থিতিতে তার কক্ষে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে।
রোববার দুপুরে বরিশাল শিক্ষাবোর্ডে এ ঘটনা ঘটে। পরে অভিযোগকারীরা সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে ব্যর্থ হলে যোগদান করেন ওই দুই কর্মকর্তা।
এর আগে দুপুরে শিক্ষাবোর্ডে নতুন পদায়ন হওয়া উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ যোগদান করতে আসেন। এ সময় তাদের কক্ষ তালাবদ্ধ করে বিক্ষোভ মিছিল করে কর্মচারীরা।
বরিশাল শিক্ষাবোর্ড কর্মচারী সংঘ সভাপতি শহিদুল ইসলাম বলেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর করে দেওয়া বিএম কলেজ শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। অপরদিকে উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ আওয়ামীপন্থি স্বাধীনতা শিক্ষক সমিতির নেতা ছিলেন।
কামরুজ্জামান কামাল ও হাসান মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ পদ দুটিতে নিয়োগ চান। এ নিয়েই মূলত দ্বন্দ্ব। আমাদের দুজনকে আওয়ামী লীগের ‘দোসর’ বলা হয়েছে। তদন্ত করে যদি এমন প্রমাণ পায়, তবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি আমরা।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষাবোর্ডে যাদের বদলি অথবা নিয়োগ দেওয়া হয় তাদের সবাইকে মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার তদন্তের পর চূড়ান্ত করা হয়। বোর্ডের কর্মচারীদের তদ্বির না মানলেই যাকে-তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি