ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহতরা, যে বার্তা দিলেন বিশেষ সহকারী
.jpg)
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে আলোচনা করেছেন উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অর্ধশতাধিক ব্যক্তি ব্যানার, ফেস্টুন, এবং জাতীয় পতাকা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন। এ সময় উপদেষ্টার বিশেষ সহকারী আন্দোলনকারীদের সঙ্গে তাদের দাবির বিষয়ে কথা বলেন। আন্দোলনকারীরা ক্যাটাগরি বৈষম্য দূর করে আহতদের দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন এবং ইমার্জেন্সি হটলাইন চালুর দাবি জানান।
এ বিষয়ে বিশেষ সহকারী বলেন, “আপনারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের ফলেই বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা একটি সুন্দর এবং নতুন বাংলাদেশ চেয়েছিলাম এবং এজন্য আপনারা রক্ত দিয়েছেন ও আহত হয়েছেন। আপনারা যে সংগ্রাম করেছেন তার জন্য ধন্যবাদ।”
তিনি আরও বলেন, “আমি নিজে এখানে এসে আপনাদের দাবিগুলো গ্রহণ করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমি এই দাবিগুলো পৌঁছে দেব। সরকার একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে কাজ করে। তবে আমি নিশ্চিত করব যে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে। আশা করছি আপনারা ধর্মঘট প্রত্যাহার করবেন।”
তবে আন্দোলনকারীরা এতে সন্তুষ্ট না হয়ে তাদের অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন। আহতদের পক্ষ থেকে আরমান নামের একজন বলেন, "এই তিনটি দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।" এরপর উপদেষ্টার বিশেষ সহকারী ভেতরে চলে যান।
উল্লেখ্য এর আগেও রাজধানীর শ্যামলী, শাহবাগ, এবং উপদেষ্টার বাসভবন এলাকায় আহতরা স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবিতে আন্দোলন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত