ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
ডাকসু নির্বাচন প্রসঙ্গে
আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না : ঢাবি ভিসি
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ বলেছেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে তিনটা কমিটি স্বাধীনভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিটিতে কোনোভাবে নাক গলাচ্ছে না। এই কমিটি নির্ধারণ করতে ফাইনাল কখন হবে। এই কমিটির পরামর্শক্রমেই নির্বাচন ঘোষণা করা হবে। কারও চাপে পড়ে আমরা এটা করব না। আমি ভয় পাই। তবে আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ঢাবি ভিসি বলেন, ‘আমরা নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা জুলাই স্পিরিটের প্রতি আমাদের কমিটমেন্ট।’
গঠিত তিন কমিটিরে মতামতের ভিত্তিতে নিবার্চন হবে জানিয়ে ঢাবি ভিসি বলেন, ‘আমরা ডাকসু নির্বাচন করতে চাই, এটা নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা না। কারণ জুলাই স্পিরিটের প্রতি আমাদের কমিটিমেন্ট এটা। আমরা করতে চাই এ জন্য না যে কোনো রাজনৈতিক দল এসে আমাদের কী বলবে। নির্বাচন দেওয়ার কারণ, এটা আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে সম্মান জানানোর পথ।’
তিনি বলেন, ‘আমরা ছাত্রদের গণতান্ত্রিক অধিকারনির্ভর যে পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে আছে, সেটাকে চালু করতে চাই। সেটাকে আমরা রিভাইভ করতে চাই।’
নির্বাচন কবে হবে, এ প্রসঙ্গে ড. নিয়াজ আহমেদ বলেন, ডাকসু নির্বাচন নিয়ে তিনটা কমিটি স্বাধীনভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশানসন এই কমিটিতে কোনোভাবে নাক গলাচ্ছে না। এই কমিটি নির্ধারণ করতে ফাইনাল কখন হবে। এই কমিটির পরামর্শক্রমেই নির্বাচন ঘোষণা করা হবে। কারও চাপে পড়ে আমরা এটা করব না। আমি ভয় পাই। তবে আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না।’
এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবির সমর্থনে তারা এক হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে উপাচার্যের কাছে জমা দেন এবং দ্রুত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন