ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২
ঢাবি’র টিএসসিতে নামাজের জায়গা পেলেন নারী শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের জন্য নামাজের জায়গার দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিগত প্রশাসনের সময় শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নামাজের জায়গা করার প্রচেষ্টাকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দিলেও বর্তমান প্রশাসন এই দাবিকে দিয়েছে বাস্তব রুপ।
আজ সোমবার দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।
সরেজমিনে দেখা যায়, টিএসসি-তে পুরুষের নামাজের জায়গার পাশে নারী শিক্ষার্থীদের নামাজের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করা হয়েছে। নামাজের জায়গার কার্পেট পরিবর্তন এবং অজুখানারও সংস্কার হয়েছে। দুপুরের নামাজের মধ্যে দিয়ে এর উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ২০২২ সালের ২২ এপ্রিল যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন রমজান প্রশাসনের বাধা উপেক্ষা করে টিএসসিতে নামাজের জায়গার ব্যবস্থা করি। কিন্তু ২৪ ঘন্টাও সেটা রাখতে পারিনি। ছাত্রলীগ সেটা ভেঙে দেয়। এরপর দীর্ঘ লড়াইয়ের পর নতুন বাংলাদেশে আমরা আবার টিএসসিতে মেয়েদের নামাজের ব্যবস্থার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করি।
তিনি বলেন, ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনুষ্ঠানিকভাবে ভিসি স্যার, প্রক্টর স্যার, অন্যান্য স্যার-ম্যামরা এবং গ্রীণ ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের সিইও, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এসে নামাজের রুম উদ্বোধন করেন। ভিসি স্যার এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের কাছে চাবি হস্তান্তর করেন। উনাদের কাছে আমরা কৃতজ্ঞ।’
এই উদ্যোগে আর্থিকভাবে সহায়তা করেছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন। এর সিইও খালিদ বলেন, ‘এটি শিক্ষার্থীদের জন দাবি ছিল। আমাদের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই মহতী কাজ শুরু করেছিলাম। আলহামদুল্লিলাহ রমজানের মধ্যেই আমরা সুন্দরভাবে শেষ করেছি।’
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য এক মহৎ এবং অনন্য একটি মুহূর্ত। আমরা আজ এই নতুন নামাজের জায়গার উদ্বোধন করতে যাচ্ছি, যা আমাদের সকলের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আত্মিক উন্নতির ক্ষেত্র হয়ে উঠবে। বিগত প্রশাসন শিক্ষার্থীদের এই নায্য দাবির ব্যাপারে আগ্রহ দেখায় নি। আশা করি এর মাধ্যমে আমরা আল্লাহর সাথে আমাপ্রশপর্ক আরও দৃঢ় করতে পারব এবং নিজেদের আত্মিক উন্নতি সাধন করতে পারব।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ,ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক (উত্তর) অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান