ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
ভারতের একগুঁয়েমির প্রতিশোধ নিল পাকিস্তান!
ডুয়া ডেস্ক : চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কম জল ঘোলা করেনি ভারত। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি কোনো ইভেন্টের। কিন্তু পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে অস্বীকৃতি জানায় ভারত। যার ফলে বাধ্য হয়েই হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে। তবে এটা ভালোভাবে নিতে পারেনি পাকিস্তান। তাই সুযোগ বুঝে ভারতের একগুঁয়েমির জবাব দিয়েছে তারা!
পাকিস্তানের করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচকে ঘিরে সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করেছে পিসিবি। টুর্নামেন্ট শুরু আগে স্টেডিয়ামে অংশগ্রহণকারী সাত দেশের পতাকা টানিতেছে পিসিবি। সেখানে নেই কেবল ভারতের পতাকা।
শুরুতেই জানানো হয়েছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে দল না পাঠানোর কথা জানিয়েছিল ভারত। এরপর নানা নাটকীয়তা শেষে হাইব্রিড মডেলেই ট্রফির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরেও ক্যাপ্টেন্স ডে’তে রোহিত শর্মাকে পাঠায়নি ভারত। তাই স্টেডিয়ামে ভারতের পতাকা না রেখে সেই শোধটাই হয়তো নিয়েছে পাকিস্তান। এমনটাই ধারণা ক্রিকেটপ্রেমিদের।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়ছে। তবে সেখানে নেই ভারতের পতাকা।
ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুধু করাচি নয় পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামও নেই ভারতের পতাকা। তবে এ বিষয়ে পিসিবি এবং আইসিসি থেকে কিছুই জানানো হয়নি এখনও।
এবারের আসরে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারত বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই দুই পরাশক্তির লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তা ব্যতিক্রম নয়।
ম্যাচের দুই সপ্তাহ আগে ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিট ছেড়েছিল। এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। অন্তত দেড় লাখ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমিয়ে টিকিট কিনতে চেষ্টা করেন। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে