ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
ফের যমুনা সার কারখানায় উৎপাদন শুরু
ডুয়া ডেস্ক: গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম সার কারখানা জামালপুর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল) পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উৎপাদন শুরু হলেও পুরোপুরি উৎপাদনে যেতে প্রায় ১০-১২ দিন সময় লাগবে।
সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় ১৯৯১ সালে এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) এর নিয়ন্ত্রণাধীন এই কারখানাটি দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া সার উৎপাদন করত।
কারখানাটির নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক গড়ে ৪২-৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন। কিন্তু গ্যাস স্বল্পতা ও অন্যান্য ত্রুটির কারণে উৎপাদন কমে গিয়ে এক হাজার ২০০ টনে নেমে আসে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর ফলে কারখানার হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন এবং মূল্যবান যন্ত্রাংশ অকেজো হওয়ার উপক্রম হয়। পরবর্তীতে শ্রমিক-কর্মচারীরা গ্যাস সরবরাহ এবং উৎপাদন পুনরায় চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন জানান, চাহিদানুযায়ী গ্যাস না পাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বৃহস্পতিবার রাতে গ্যাসের চাপ বৃদ্ধি করার পর উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। পুরোপুরি উৎপাদনে যেতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।
উল্লেখ্য, এই কারখানা থেকে জামালপুর জেলাসহ শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী ও উত্তরবঙ্গের ১৬ জেলার প্রায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে ইউরিয়া সার সরবরাহ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো