ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেসব ম্যাচে দায়িত্বে থাকছেন বাংলাদেশের সৈকত
ডুয়া নিউজ : আর মাত্র ৮ দিন বাকি চ্যাম্পিয়নস ট্রফির। দীর্ঘ আট বছর পর ফিরছে আট দলের এই ওয়ানডে টুর্নামেন্ট। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে এই আসর। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু সেই টুর্নামেন্টে কারা ম্যাচ পরিচালনা করবেন, সেটি আগেই জানিয়েছিল আইসিসি। কাল তারা গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা থাকছেন ম্যাচ অফিশিয়াল হিসেবে সেটিও চূড়ান্ত করেছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। সেই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। উদ্বোধনী ম্যাচটিতে তাঁর সঙ্গী ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরো। এই ম্যাচে জোয়েল উইলসন টিভি আম্পায়ার ও অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট।
বাংলাদেশের শরফুদ্দৌলা গ্রুপ পর্বে অনফিল্ড আম্পায়ার হিসেবে দুটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। উদ্বোধনী ম্যাচের পর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের এই আম্পায়ার। সেদিন তাঁর সঙ্গী জোয়েল উইলসন।
২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে এবং ১ মার্চ করাচিতেই দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। হোল্ডস্টক ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আম্পায়ারিং করবেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আরেক অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ। এর তিন দিন আগে, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা।
এ ছাড়া ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার ও ১ মার্চ করাচিতেই দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার থাকছেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। হোল্ডস্টক ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচেও আম্পায়ার থাকবেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচের আরেক অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ। এর তিন দিন আগে রাওয়ালপিন্ডিতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন