ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
নারীদের কোচ হিসেবে দেশেরই একজনকে নিচ্ছে বাংলাদেশ

ডুয়া ডেস্ক: অভিজ্ঞ কোচ সরোয়ার ইমরান বাংলাদেশের জাতীয় নারী দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি সাবেক প্রধান কোচ হাসান তিলকরত্নের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গত মাসের শুরুতে তার চুক্তির মেয়াদ শেষে দায়িত্ব ছাড়েন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার এ সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমরান আগামী আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বে টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, "তিনি দলে যোগ দিতে যাচ্ছেন। এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে তিনি অন্তত বিশ্বকাপ বাছাই পর্যায়ে দায়িত্বে থাকবেন। বাছাই পর্বের আগে নতুন কোচ নিয়োগের সম্ভবনা নেই।"
ইমরান ২০০০ সালে বাংলাদেশের পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।
তিনি সোমবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে নারী ব্যাটারদের নিয়ে অনুশীলন করতে দেখা গেছে। সেই সময় বিসিবি পরিচালক ও নারী উইং চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন। হাসান তিলকরত্ন এ মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে এসে বিসিবিকে পদত্যাগপত্র জমা দেন। তিনি ২০২২ সালের অক্টোবর থেকে দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন।
অবশ্য বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ২-১ ও ৩-০ ব্যবধানে পরাজয় বরণ করেছে। বিশেষ করে ৫০ ওভারের সিরিজ জিততে ব্যর্থ হওয়ায় এই দলটি সরাসরি আইসিসি নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাছাই পর্বে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান