ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

এখনও বিশ্বকাপে ফেরার সুযোগ রয়েছে বাংলাদেশের 

২০২৬ জানুয়ারি ২৮ ১১:৩০:৪৫


এখনও বিশ্বকাপে ফেরার সুযোগ রয়েছে বাংলাদেশের 

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আপাতত বাংলাদেশের নাম নেই। আইসিসির সাম্প্রতিক ঘোষণায় জানা গেছে, আসন্ন আসরে বাংলাদেশের পরিবর্তে অংশ নিচ্ছে স্কটল্যান্ড। এই সিদ্ধান্তে হতাশ হলেও, এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি টাইগারদের বিশ্বকাপ স্বপ্ন।

কারণ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে স্ট্যান্ডবাই দল হিসেবে বিবেচনায় রেখেছে। অর্থাৎ নির্দিষ্ট এক শর্তে আবারও বিশ্বকাপে ফেরার সুযোগ পেতে পারেন লিটন দাসরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্যহিন্দুস্তানটাইমস জানিয়েছে, যদি পাকিস্তান শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয়, তাহলে সেই শূন্যস্থান পূরণে বাংলাদেশকেই ডাকা হতে পারে।

এই সম্ভাবনা বাস্তবায়িত হলে তা হবে সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসের অন্যতম নাটকীয় ঘটনা। উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের ভেন্যুতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করে এবং যৌক্তিক কারণ দেখিয়ে ম্যাচগুলো অন্যত্র সরানোর অনুরোধ জানায়। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।

এখন আবার শোনা যাচ্ছে, পাকিস্তান অংশ না নিলে সেই সিদ্ধান্ত বদলাতে পারে আইসিসি। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি গত সোমবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে নাকভি সাংবাদিকদের জানান, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার।

হিন্দুস্তানটাইমস আরও জানিয়েছে, বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। কারণ, পিসিবি প্রতি বছর আইসিসি থেকে প্রায় ৩১৬ কোটি রুপি লভ্যাংশ পায়। বিশ্বকাপ বর্জন করলে শুধু এই অর্থই হাতছাড়া হবে না, বরং মোটা অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যা তাদের জন্য বড় আর্থিক ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত