ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
নির্বাচনে নিরপেক্ষ পুলিশের প্রতিশ্রুতি আইজিপির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও দায়িত্ব।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’-তে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন আইজিপি।
আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তরকাল অতিক্রম করছে। বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি এবং দীর্ঘদিনের আস্থার সংকট কাটিয়ে উঠতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রবেশনারদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি বড় রাষ্ট্রীয় দায়িত্ব। এই নির্বাচনে পুলিশের পেশাদার ও নিরপেক্ষ ভূমিকার ওপরই জনগণের আস্থা নির্ভর করবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কর্মকর্তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
তিনি আরও বলেন, ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই নিয়োগ কেবল একটি চাকরিতে যোগদান নয়; বরং এটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ন্যায্য অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার প্রতিফলন। উল্লেখ্য, এই কর্মকর্তারা ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও সম্প্রতি বাহিনীতে যোগদানের সুযোগ পান।
আইজিপি বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের ফলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটেছে। অতীতে বিভিন্ন পেশায় অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে পুলিশিং দায়িত্ব পালনে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় অপরাধের ধরন দ্রুত বদলে যাচ্ছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, সাইবার অপরাধের বিস্তার ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনের প্রবণতা পুলিশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ অবস্থায় কেবল প্রচলিত পদ্ধতিতে পুলিশিং যথেষ্ট নয়; প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা, আধুনিক জ্ঞান ও বুদ্ধিনির্ভর নেতৃত্ব।
তিনি এএসপি প্রবেশনারদের সততা, পেশাদারত্ব ও নিরপেক্ষতা ডিজিটাল পরিসরেও সমানভাবে বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণকালে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে প্রশিক্ষণরত এএসপি প্রবেশনারদের মধ্যে রয়েছেন ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬০ জন, ২৮তম ব্যাচের ১ জন এবং ৪৩তম ব্যাচের ৬ জন কর্মকর্তা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মুসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ