ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১০ টাকায় মিলবে চিকিৎসাসেবা’

২০২৬ জানুয়ারি ২৭ ১৯:১৯:৩২

‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১০ টাকায় মিলবে চিকিৎসাসেবা’

নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের সাতকানিয়ায় ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এই স্বাস্থ্যকেন্দ্রে মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র পাওয়া যাবে, যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকায় ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগের আওতায় স্বাস্থ্যকেন্দ্রটি স্থাপন করা হচ্ছে।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও মাদার্শা, এঁওচিয়া, কাঞ্চনাসহ আশপাশের এলাকার মানুষ বিশেষ করে নারী ও শিশুদের জন্য গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব ও জরুরি চিকিৎসার সুযোগ এখনো সীমিত। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে এলাকাবাসীর মিলনকেন্দ্র হিসেবে পরিচিত দেওদীঘিতে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামো নির্মাণে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে এবং প্রক্রিয়া শেষ হলে দ্রুত কার্যাদেশ দিয়ে নির্মাণকাজ শুরু হবে।

স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম সম্পর্কে ড. খালিদ হোসেন বলেন, এখানে একজন এমবিবিএস চিকিৎসক, একজন নার্স, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং একজন কম্পাউন্ডার দায়িত্ব পালন করবেন। পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে স্বল্প খরচে সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন। এ লক্ষ্যেই মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসাসেবা চালু করা হচ্ছে।

তিনি আরও জানান, স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি ইসলামিক মিশনের আওতায় আশপাশের ১০টি মসজিদে সকালবেলা কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এখানে একটি পূর্ণাঙ্গ মাতৃসদন স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে না থাকলেও নিজের হাতে প্রতিষ্ঠিত এই স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন ও সেবার মান বজায় রাখতে তিনি আজীবন কাজ করে যাবেন। একই সঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

ড. খালিদ হোসেন আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি দিনরাত পরিশ্রম করেছেন। গত ১৮ মাসে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন এবং স্বাস্থ্যকেন্দ্রটির সফল বাস্তবায়নের জন্য সবার দোয়া কামনা করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইফার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. তৌহিদুল আনোয়ার এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা মাদার্শা ইউনিয়নের বাবুনগরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডের অর্থায়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ করেন। পাশাপাশি মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় নির্বাচিত ব্যক্তিদের মাঝে ছাগল বিতরণ এবং নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিভিন্ন সংগঠনের সহযোগিতায় শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত