ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

দেশে মাদকাসক্ত ৮২ লাখ, গাঁ-জা সেবনকারীই ৬১ লাখ

২০২৬ জানুয়ারি ২৬ ১৮:৫০:০১

দেশে মাদকাসক্ত ৮২ লাখ, গাঁ-জা সেবনকারীই ৬১ লাখ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা বর্তমানে প্রায় ৮২ লাখে পৌঁছেছে, যা মোট জনসংখ্যার ৪.৮৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বড় অংশই গাঁজা সেবনকারী, যার সংখ্যা প্রায় ৬১ লাখ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এক জাতীয় গবেষণা প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড যৌথভাবে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই গবেষণাটি সম্পন্ন করে। দেশের ৮টি বিভাগের ১৩টি জেলা ও ২৬টি উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, শতাংশের হিসাবে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে (৬.০২%)। এরপর রয়েছে রংপুর (৬.০০%) ও চট্টগ্রাম (৫.৫০%) বিভাগ। তবে সংখ্যার দিক থেকে রাজধানী ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারী রয়েছে, যার পরিমাণ প্রায় ২২.৯ লাখ।

প্রতিবেদনের সবচেয়ে ভয়াবহ দিক হলো মাদকাসক্তদের বয়সভিত্তিক পরিসংখ্যান। দেখা গেছে, ৯২ শতাংশ মাদকসেবীই তরুণ। এর মধ্যে ৩৩ শতাংশ মাত্র ৮-১৭ বছর বয়সে এবং ৫৯ শতাংশ ১৮-২৫ বছর বয়সের মধ্যে প্রথমবার মাদক গ্রহণ শুরু করেছে। বেকারত্ব, পারিবারিক অশান্তি ও মানসিক চাপকে মাদক গ্রহণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী জানিয়েছে, দেশে মাদক অত্যন্ত সহজলভ্য।

মাদক ছাড়ার ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় চিকিৎসার অভাব প্রকট। গবেষণায় দেখা গেছে, মাত্র ১৩ শতাংশ মাদকসেবী চিকিৎসা বা পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। অথচ ৬৯ শতাংশ ব্যবহারকারী পুনর্বাসন সুবিধা এবং ৬২ শতাংশ নিয়মিত কাউন্সেলিং সেবা পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, "মাদক এখন কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় নয়, এটি একটি জটিল জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এর সমাধানে রাজনৈতিক সদিচ্ছা ও গবেষণানির্ভর পদক্ষেপ জরুরি।"

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, সরকার ইতোমধ্যে দেশের ৭টি বিভাগে ২০০ শয্যা বিশিষ্ট আধুনিক পুনর্বাসন কেন্দ্র চালুর অনুমোদন দিয়েছে। মাদক নির্মূলে পরিবার থেকে শুরু করে সামাজিক আন্দোলনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ