ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের, যা বলছেন বিসিবি পরিচালকরা

২০২৬ জানুয়ারি ২৫ ১১:২৭:০০

বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের, যা বলছেন বিসিবি পরিচালকরা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এলো ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে অনাগ্রহের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছিল।

প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনা ও বৈঠকের পর গতকাল (২৪ জানুয়ারি) আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে এবারের টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইসিসির এই ঘোষণার দিনই বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানান, পুরো বিষয়টি নিরাপত্তা সংক্রান্ত। তিনি বলেন, ভারতের মাটিতে গিয়ে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে সরকার থেকে জানানো হয়েছে। সূচি পরিবর্তনের কোনো সুযোগ না থাকায় বিসিবি আইসিসিকে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের পক্ষে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। আইসিসির সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে এবং এ নিয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তাও নেই বলে জানান তিনি।

বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, চারটি মন্ত্রণালয়ের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন মন্ত্রণালয়ের সম্মিলিত মতামতের ভিত্তিতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তিনি স্পষ্ট করে বলেন, বিষয়টি বিসিবি বা আইসিসির একক সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্ত।

তিনি আরও জানান, সমর্থক, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে সরকার। রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পরও নিরাপত্তা নিয়ে কোনো নির্ভরযোগ্য নিশ্চয়তা পাওয়া যায়নি। গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বকাপসহ যেকোনো বিদেশ সফরের ক্ষেত্রেই সরকারের অনুমোদন বাধ্যতামূলক। সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, সেটিই বিসিবিকে অনুসরণ করতে হয়েছে। এটিকে ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত