ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

২০২৬ জানুয়ারি ১৯ ১৪:১৩:০২

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'য় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

সাক্ষাৎকালে দেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক ভূমিকা ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন তারা। বিশেষ করে ইসির পক্ষপাতমূলক আচরণের অভিযোগ নিয়ে দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

বৈঠক শেষে যমুনার বাইরে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করবেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। সেখানে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত